আরশাদ নাদিম এখন একের পর এক পুরস্কার প্রাপ্তির আনন্দে ভাসছেন। অভাবের সংসারে অনেক দিন খেতে না পাওয়া ছেলেটি অলিম্পিকে স্বর্ণপদক জিতে পাচ্ছেন বীরের সম্মান। ছিন্নভিন্ন, জং ধরা, রাস্তার এক কোণে পড়ে থাকা একটি জ্যাভলিন নিয়ে যার যাত্রা শুরু হয়েছিল, তার কপালে এখন জুটছে বিশাল অর্থের ভাণ্ডার।
পাকিস্তানের আলোচিত এই ক্রীড়াবিদ দেশে ফেরার পর তার সম্মানে মঙ্গলবার ইসলামাবাদে নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্যারিস অলিম্পিকে স্বর্ণজয়ী নাদিমকে ১৫ কোটি রুপি অর্থ পুরস্কারের ঘোষণা দেন। তিনি আরশাদের কোচ সালমান ইকবাল বাটের জন্য ১০ কোটি রুপি পুরস্কারের কথাও জানান।
শাহবাজ শরীফ বলেন, পাকিস্তানের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতা নাদিমের জন্য দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিলাল ইমতিয়াজ পাবেন। শুধু তাই নয়, ইসলামাবাদের জিন্নাহ স্টেডিয়ামে আরশাদ নাদিম হাই-পারফরম্যান্স একাডেমি প্রতিষ্ঠার কথাও বলেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ১০০ কোটি রুপির স্পোর্টস এন্ডোমেন্ট ফান্ড প্রতিষ্ঠার ঘোষণাও দেন।
অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণজয়ী ক্রীড়াবিদের প্রশংসায় শাহবাজ বলেন, আরশাদ নাদিমের সাফল্য যথেষ্টভাবে প্রমাণ করে যে অল্প সম্পদ, অসুবিধা এবং চ্যালেঞ্জ সাফল্যের পথে বাধা নয়।
ইসলামাবাদে পাকিস্তানের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি নাদিম উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
পুরো দেশজুড়ে উদযাপনের কথা তুলে ধরে তিনি বলেন, সব দিক থেকে ভালো খবর আসছে। আরশাদ নাদিমকে তার অসাধারণ কৃতিত্বের জন্য যথাযোগ্য মর্যাদায় স্বাগত জানানো হয়েছিল। তাকে বহনকারী উড়োজাহাজকে দেওয়া হয়েছিল জল কামানের স্যালুট।
পানিপথের খান্দ্রা গ্রাম নিয়ে হইচই পড়ে গিয়েছিল টোকিও অলিম্পিকের সময়। প্যারিসে তেমনই সবাই মিয়া চানুর খানেওয়াল গ্রামটা কোথায় সেটা জানার জন্য ছুটছে। অলিম্পিকে পাকিস্তানকে প্রথম ব্যক্তিগত সোনা এনে দেওয়া আরশাদ নাদিম যে এই গ্রাম থেকেই উঠে এসেছেন! লাহোর থেকে প্রায় ২৫০-৩০০ কিলোমিটার দূরে মিয়া চানু। নাদিমের বাড়ি পৌঁছাতে গেলে সেখান থেকে আরো ভেতরে যেতে হয়।
অলিম্পিকের ইতিহাসে অনেক রোমহর্ষক কাহিনি রয়েছে। অনেক রূপকথা তৈরি হয়েছে। কিন্তু রেকর্ড করা এক চ্যাম্পিয়ন জ্যাভলিন ভিক্ষা করছেন প্রতিযোগিতায় নামার জন্য? শোনা যায়নি। নাদিমের ব্যক্তিগত জীবনকাহিনী নিয়ে তাই চলচ্চিত্র নির্মাতাদের ‘মিয়া চান্নু থেকে প্যারিস’ নামে জীবনীমূলক চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী।
সোনা জেতার দিনে রেকর্ডও গড়েন আরশাদ নাদিম। তার জ্যাভলিন ৯২.৯৭ মিটার পেরিয়ে অলিম্পিকের নতুন রেকর্ড হয়ে গেছে। তাতে ভেঙেছেন ২০০৮ সালে বেইজিংয়ে নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের ৯০.৫৭ মিটারের রেকর্ড। আরশাদের কাছে সোনা হারিয়ে রৌপ্য জেতেন ভারতের নীরাজ চোপড়া। তিনি ছুঁড়েছেন ৮৯.৪৫ মিটার। এই ইভেন্টে ৮৮.৫৪ মিটারে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :