AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্য হান্ড্রেডের ম্যাচে পাখির মতো ক্যাচ!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৫৩ পিএম, ১৪ আগস্ট, ২০২৪
দ্য হান্ড্রেডের ম্যাচে পাখির মতো ক্যাচ!

বিশ্বক্রিকেটে একটা প্রবাদ বারবারই খুব মুখে চলে আসে, ক্যাচেস উইন ম্যাচেস। অর্থাৎ ক্যাচ ম্যাচ জেতায়। কথাটা কতটা সত্যি সেটা তো জুন মাসের শেষে টি২০ বিশ্বকাপ ফাইনালেই দেখা গেছে। যেখানে সূর্যকুমার যাদবের নেওয়া বাউন্ডারি লাইনে ডেভিড মিলারের ক্যাচই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছিল। প্রায় হারতে বসা ম্যাচই জিতে নেয় ভারত, একই সঙ্গে টি২০ বিশ্বকাপের শিরোপাও জয় করে বিরাট কোহলি, রোহিত শর্মা ব্রিগেড।

এবার ইংল্যান্ডের জনপ্রীয় ক্রিকেট টুর্নামেন্ট দ্যা হান্ড্রেডে দেখা গেল দুর্ধর্ষ এক ক্যাচ, যা নিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার। মাঠে উপস্থিত দর্শকদের অনেকে বিশ্বাসই করতে পারছিলেন না, সত্যি স্যান্টনার এত কঠিন ক্যাচটি এত সহজে নিয়ে ফেলেছেন।

হেডিংলিতে ম্যাচ চলছিল নর্দার্ন সুপারচার্জার বনাম লণ্ডন স্পিরিটের। টস জিতে সেখানে লণ্ডন স্পিরিটকে ব্যাটিংয়ে পাঠায় সুপার চার্জার। ওপেনিং করতে আসেন মাইকেল পেপার এবং কিটন জেনিস। ইনিংসে একাদশতম বলে মাইকেল পেপার রিস টোপলির বলে বড় শট খেলতে যান। মিড অনে দাঁড়িয়ে থাকা মিচেল স্যান্টনার পিছন ফিরে দৌড় লাগান বলের পিছনে।

বল আকাশে থাকাকালীন এক মূহূর্তের জন্যেও চোখ সড়াননি কিউয়ি অলরাউন্ডার। পিছনের দিকে দ্রুত গতিতে প্রায় ২০ মিটার ছুটে গিয়ে শরীর পাখীর মতো শূন্যে ভাসিয়ে অসাধারণ ক্যাচ নেন তিনি, সাজঘরে ফেরেন মাইকেল পেপার। অবিশ্বাস্য এই ক্যাচের ছবি এরপরই দ্য হান্ড্রেডের তরফ থেকে শেয়ার করা হয় নিজেদের এক্স হ্যান্ডেলে। সাম্প্রতিক সময় নেওয়া সেরা ক্যাচগুলোর মধ্যে অন্যতম অবশ্যই স্যান্টনারের এই ক্যাচ।

১০০ বলের ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১১১ রান করে লণ্ডন স্পিরিট দল। জবাবে ব্যাট করতে নেমে ডিএলএস মেথডে ২১ রানে ম্যাচ জিতে নেয় নর্দার্ন সুপারচার্জার দল। এই ক্যাচ দেখলে অবশ্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে পড়ে যাবে ওডিআই বিশ্বকাপে ট্রাভিস হেডের নেওয়া রোহিত শর্মার ক্যাচের কথা। সেখানেও অনেকটা একইরকম ঢংয়ে দুরন্ত ক্যাচ নিয়ে ভারত অধিনায়ককে সাজঘরে ফিরিয়েছিলেন হেড।

একুশে সংবাদ/ এস কে

Link copied!