AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি আরবে পাড়ি জমাতে পারেন দিবালা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:৫৯ পিএম, ১৪ আগস্ট, ২০২৪
সৌদি আরবে পাড়ি জমাতে পারেন দিবালা

সিরি আ‍‍`র ক্লাবটিতেও দিবালার ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছিল। কিছুদিন ধরেই গুঞ্জন, রোমা ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাতে পারেন তিনি। সেই গুঞ্জন এবার আরো জোরাল হয়েছে। সৌদি লিগ থেকে নাকি লোভনীয় প্রস্তাব পেয়েছেন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড।    

নতুন মৌসুম শুরুর আগে এভারটনের বিপক্ষে প্রীতি ম্যাচে পাওলো দিবালাকে মাত্র ১৫ মিনিট খেলিয়েছেন রোমার কোচ দানিয়েল ডি রসি। এরপর থেকেই গুঞ্জন ডালপালা মেলেছে- রোমা ছাড়ছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা দিবালা।

সেই গুঞ্জন আরো জোরাল করে তুললেন ইতালিয়ান সংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। দলবদলের খবরের নির্ভরযোগ্য সূত্র এই সাংবাদিক জানিয়েছেন, এই মৌসুমে সৌদির শীর্ষ লিগে জায়গা পাওয়া দল আল কাসিয়াহ‍‍`য় যোগ দেয়ার কাছাকাছি পৌঁছে গেছেন দিবালা।

ব্যক্তিগত দাবিদাওয়ায় উভয়পক্ষ প্রায় সম্মত বলে জানান রোমানো। কাদসিয়াহ‍‍`র পক্ষ থেকে তিন বছরের জন্য লোভনীয় চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে দিবালাকে। যে প্রস্তাবে নাকি আর্জেন্টাইন তারকা ইতিবাচক মনোভবই ব্যক্ত করেছেন।

রোমার সঙ্গে আরো এক বছরের জন্য চুক্তি আছে দিবালার। এদিকে জুলাই মাসেই রিলিজ ক্লজ প্রদান করে দলে ভেড়ানোর সময়সীমাও শেষ হয়ে গেছে। ফলে এই আর্জেন্টাইন তারকাকে দলে টানতে হলে তার বর্তমান ক্লাবের সঙ্গে দর কষাকষিতে যেতে হবে সৌদি ক্লাবটিকে।

শেষ পর্যন্ত দিবালা যদি সৌদি লিগের ক্লাবটিতে যোগ দেন তবে সেখানে সতীর্থ হিসেবে পাবেন রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক নাচো ফার্নান্দেজ এবং আর্সেনাল ও বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক তারকা পিয়েরে এমেরিক ওবামেয়াংকে।দুজনই চলতি দলবদলে সৌদি আরবের ক্লাবটিতে যোগ দিয়েছেন। 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!