স্প্যানিশ লা লিগার ৯৪তম মৌসুম শুরু হবে আগামী বৃহস্পতিবার (১৫ আগস্ট)। ২০২৪-২৫ মৌসুমের লা লিগা শুরুর আগে উয়েফা সুপার কাপের ফাইনাল খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।বুধবার (১৪ আগস্ট) উয়েফা সুপার কাপের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আটালান্টা। পোল্যান্ডের ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপার ট্রেবল জিতেছিল। আজ সুপার কাপ জিতলেই ষোলকলা পূর্ণ হবে কার্লো আনচেলত্তির দলটির। এমবাপ্পেও নিজের অভিষেক ম্যাচকে রাঙাতে পুরোপুরি প্রস্তুত।
এই ম্যাচ দিয়েই রিয়ালের জার্সিতে অভিষেক হবে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের। এছাড়া মাঠে দেখা যাবে রিয়ালের জার্সিতে দুর্দান্ত মৌসুম কাটানো ভিনিসিয়ুস জুনিয়র ও জ্যুড বেলিংহ্যামের মতো তারকাদের।
এমবাপ্পে ব্যক্তিগতভাবে পিএসজিতে দারুণ সময় কাটালেও সেখানে চ্যাম্পিয়ন্স লিগ না জেতার আক্ষেপ ছিল। ফলে প্রথমবার তিনি সুপার কাপের ম্যাচ খেলতে নামছেন। রিয়ালে এমবাপ্পে তারই সাবেক স্বদেশি সতীর্থ করিম বেনজেমার ‘৯’ নম্বর জার্সি পরে খেলবেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :