AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্পিনারদের নিজেদের সক্ষমতার ওপড় আস্থা রাখত বললেন মুশতাক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:২২ পিএম, ১৫ আগস্ট, ২০২৪
স্পিনারদের নিজেদের সক্ষমতার ওপড় আস্থা রাখত বললেন মুশতাক

বিশ্বের যেকোন প্রান্তে ব্যাটারদের শাসন করতে নিজ দলের স্পিনারদের সক্ষমতার ওপড়র আস্থা রাখতে  আহবান জানিয়েছেন  বাংলাদেশ দলের  স্পিন  বোলিং পরামর্শক পাকিস্তানের  মুশতাক আহমেদ। 

বাংলাদেশ দলের অনুশীলন শেষে  আজ  লাহারে এক সংবাদ সম্মেলনে  মুশতাক বলেন,‘ সাধারনত বাংলাদেশের  স্পিনাররা খুব, খুব ভাল স্পিনার।  তারা ম্যাচ উইনার  এবং অনেক ম্যাচে দলকে জিতিয়েছে।’

‘তাদের সঙ্গে  কাজ করতে পারাটা  আমার জন্য অনেক বড় সম্মানের। সেখানে  বেশ ভাল মানের  কিছু স্পিনার আছে। তারা কোচের  কথা মানে-প্রানে শোনে।  তাদের সাথে আমার সময়টা বেশ  ভাল যাচ্ছে। তারা বেশ ভালভাবে  শিক্ষা গ্রহণ করে। আমি আশা করছি তারা ম্যাচে একটা  পার্থক্য গড়ে দিতে পারবে।’

গত টি-টোয়েন্টি বিশ^কাপের আগে  বাংলাদেশ দলের কোচিং স্টাফ হিসেবে  যোগদান করেন মুশতাক।  তার স্পর্শে  বাংলাদেশের  স্পিনারদের বিশেষ করে লেগ স্পিার রিশাদ হোসেনের ব্যপক পরিবর্তন হয়েছে  বলে ধারনা করা হচ্ছে।  তবে  ইংল্যান্ড দলের দায়িত্ব নেওয়ার কারণে  টুর্নামেন্টের পর  বাংলাদেশের  স্পিন পরামর্শক হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারেননি  তিনি। 

তবে বাংলাদেশ দলের  পাকিস্তান সফর হওয়ায় স্পিনারদের সাথে অস্থায়ীভাবে কাজ করছেন এ  কিংবদন্তী স্পিনার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) তার জায়গায় স্থায়ীভাবে  কাউকে নিয়োগ  দিতে চেস্টা করছে। 

মুশতাক বলেন,‘তাদের মূল বিষয়টা  ঠিক রাখতে হবে।  অবশ্যই  তাদের সক্ষমতার  ওপড় আপনাকে আস্থা রাখতে হবে।  কোন প্রতিদ্বন্দ্বিতায় নামলে  আপনার শক্ত  আত্মবিশ^াস দরকার। আপনার আস্থা যদি শক্ত থাকে  তবে বাকি সব কিছুই  ঠিক থাকবে।  আমার কাজ কাজ হবে তাদের আত্মবিশ^াস তৈরি করা যে,তারা যে কাউকে হারাতে পারে। ’

দীর্ঘ সময়ে টিকে থাকার জন্য তিনি ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল দিকগুলো ঠিক করার  ওপড়ও জোর দেন তিনি। 

মুশতাক বলেন,‘ ট্যাকটিক্যাল ও টেকনিক্যাল বিষয়গুলো  গুরুত্বপূর্ন। কৌশলগতভাবে  আপনাকে আপনার স্পিনারদের বলতে হবে কোন এ্যঙ্গেল ব্যবহার করতে হবে, পিচ বুঝতে হবে, ব্যাটারদের জন্য  কিভাবে ফিল্ডিং সাজাতে হবে, আপনি যতই অভিজ্ঞ হোন না কেন  এগুলো আপনাকে  শিখতে হবে।’

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!