AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তান দলে দু’জন বিশেষজ্ঞ স্পিনার আছে : গিলেস্পি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫৭ পিএম, ১৬ আগস্ট, ২০২৪
পাকিস্তান দলে দু’জন বিশেষজ্ঞ স্পিনার আছে : গিলেস্পি

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজে পাকিস্তান দলে দুই বিশেষজ্ঞ স্পিনার আছে বলে জানিয়েছেন পাকদের অস্ট্রেলিয়ান কোচ জেসন গিলেস্পি। আবরার আহমেদের সাথে অলরাউন্ডার আগা সালমানকেও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দাবি করছেন তিনি। তার মতে, সালমানকে বিশেষজ্ঞ স্পিনার হিসেবেই দলে নেওয়া হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলে পাঁচ পেসারের সাথে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রাখা হয়েছে আবরারকে। পাকিস্তান সংবাদ মাধ্যমের একটি সূত্র বলছে, দুই টেস্টেই উইকেট থেকে সুবিধা পাবে পেসাররা। প্রথম টেস্টের ভেন্যু রাওয়াালপিন্ডির উইকেটেও ঘাস থাকবে। যা পেসারদের জন্য সহায়ক  হবে।প্রথম টেস্টে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও মির হামজার সাথে চতুর্থ পেসার হিসেবে একাদশে সুযোগ পেতে পারেন আমির জামাল বা খুররম শেহজাদের মধ্যে কেউ। স্পিন বিভাগে আবরারের  সাথে থাকবেন সালমান।
উইকেট নিয়ে আবরার বলেন, ‘রাওয়ালপিন্ডিতে ঘাসযুক্ত পিচ প্রস্তুত করা হচ্ছে। কায়েদ-ই-আজম ট্রফিতে ঘাসের পিচে উইকেট পেয়েছি  আমি।’

আবরারের সাথে সালমানকেও বিশেষজ্ঞ স্পিনার দাবি পাক কোচ গিলেস্পির, ‘আপনি যা চান, সেভাবে ভাবতে পারেন। তবে শুরুতে বলি, আমাদের দু’জন বিশেষজ্ঞ স্পিনার আছে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে অন্তর্ভুক্ত হবার জন্য যথেষ্ট ভালো সালমান। আমরা যতটুকু দেখেছি, অফ স্পিনে তার অনেক সম্ভাবনা আছে।’

বিশেষজ্ঞ স্পিনার হিসেবে টেস্ট আঙ্গিনায় ৬ ম্যাচ খেলে ৩৮ উইকেট শিকার করেছেন লেগ স্পিনার আবরার। অন্যদিকে, ১২ টেস্টে ১২ উইকেট আছে অফ-স্পিনার সালমানের। পরিসংখ্যান মতে, বিশেষজ্ঞ স্পিনারের তকমটা আবরারের গায়েই লেপটে আছে। তাই আবারের প্রশংসাও করলেন গিলেস্পি, ‘ক্যারিয়ারের শুরুর দিকে থাকা আবরার তরুণ একজন বোলার। স্পিনার হিসেবে আবরার দলের জন্য বড় সম্পদ।’

পাকিস্তানের টেস্ট দলটি সব দিক দিয়েই ভারসাম্যপূর্ণ বলে মনে করেন গিলেস্পি। তিনি জানান, জাতীয় দলের জন্য বর্তমান সময়টি রোমাঞ্চকর। গিলেস্পি বলেন, ‘আমাদের সব দিকই ভালো আছে। আমাদের সিম বোলিং এবং স্পিন বোলিংয়ে  বিকল্প অনেক। ব্যাটিংও বৈচিত্র্যময়। আমার বিশ্বাস সব দিকই ভারসাম্যপূর্ণ। পাকিস্তান টেস্ট দলের জন্য এটি রোমাঞ্চকর এক সময়।’

২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান। ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।  

একুশে সংবাদ/ এস কে

 

Shwapno
Link copied!