দিল্লির লাল কেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করতে চাওয়ার কথা বলেছেন। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরের আয়োজক হওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান।
জি-২০ শীর্ষ সম্মেলনের মতো একটি বড় ইভেন্টের আয়োজন করে ভারতের পরিকাঠামো কতটা শক্ত, তা আগেই প্রমাণিত হয়েছে। এবার অলিম্পিক আয়োজকের যোগ্যতা অর্জনের স্বপ্ন তিনি নিজের দেশের মানুষকে দেখালেন।
বৃহস্পতিবার ভাষণে মোদি বলেন, ‘বড় পরিসরে জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করে প্রমাণিত হয়েছে, ভারত বড় আকারের ইভেন্ট আয়োজনের ক্ষমতা রাখে। ভারত ২০৩৬ অলিম্পিকের আয়োজন করতে চায়। এটা ভারতের স্বপ্ন। আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি।’
চলতি মাসের শুরুতে মাসের শুরুতে, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্দাভিয়া লোকসভায় একটি লিখিত উত্তরে অলিম্পিক আয়োজনের পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
গেমসের আয়োজক কারা হবে, সেটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) তাদের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করে। আইওসির আরেক অঙ্গ সংস্থা ফিউচার হোস্ট কমিশন (এফএইচসি) বিষয়টি নির্ধারণ করে।
২০৩৬ অলিম্পিক আয়োজক হতে ভারতের সঙ্গে দৌড়ে রয়েছে সৌদি আরব, কাতার, মিশর, ইন্দোনেশিয়া, তুরস্ক ও চিলি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :