ইউরোপা লিগের বাছাইপর্বের প্লে-অফ রাউন্ডের ফিরতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়াক্স ও পানাথিনাইকোস। প্রথম লেগে একমাত্র গোলে জিতেছিল আয়াক্স। ফিরতি খেলায় নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-০ গোলের লিডে ছিল পানাথিনাইকোস। দুই লেগ মিলিয়ে ১-১ ব্যবধান থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। আর সেখানেই হয়েছে ৩৪ শটের রেকর্ড।
টাইব্রেকারে গ্রিক ক্লাব প্যানাথিনাকসকে ১৩-১২ গোলে হারায় ডাচ জায়ান্ট আয়াক্স আমস্টারডাম। ইউরোপিয়ান ফুটবলে টাইব্রেকারে নেয়া রেকর্ড গড়া শটের ম্যাচে আয়াক্সের জয়ের নায়ক গোলকিপার রেমকো পাসভির। পাঁচটি শট ঠেকিয়ে দেন ৪০ বর্ষী ডাচ গোলরক্ষক, পাশাপাশি নিজের শটে বল জালেও জড়ান।
ইউরোপীয় প্রতিযোগিতায় শ্যুটআউটে ম্যাচটিতে হয়েছে দ্বিতীয় সর্বাধিক স্কোর। গত মৌসুমে কনফারেন্স লিগের যোগ্যতা অর্জনের পথে জিরা ইউনাইটেড ১৪-১৩ ব্যবধানে গ্লেনটোরানের বিপক্ষে জিতেছিল।
আয়াক্স কোচ ফ্রান্সেস্কো ফারিওলি বলেছেন, মোট ২৫ মিনিট ধরে চলা শ্যুটআউটটি অবিশ্বাস্য ছিল। দলের চেতনা এবং নিবেদন আজ রাতে আশ্চর্যজনক ছিল। আমরা নিখুঁত ছিলাম না। তবে এটা বলবো না যে, খেলোয়াড়রা তাদের সব কিছু উজাড় করে দেয়নি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :