বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবিতে সরগরম ফুটবল পাড়া। সমর্থকদের নিয়ে গড়া সংগঠনের পর এবার সাবেক ও বর্তমান জাতীয় নারী দলের ফুটবলাররা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শনিবার বেলা ১১টার দিকে বাফুফে ভবনের সামনে জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানার নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। উপস্থিত সকলে স্লোগান দিতে থাকেন, এক দফা এক দাবি, ‘সালাউদ্দিন, কিরণের পদত্যাগ।’
ক্রীড়াবিদ ও সংগঠক ডানা বলেন, ‘সালাউদ্দিন কিরণের নির্দেশেই ফেডারেশন পরিচালিত হয়। এখানে অন্যদের মতামতের মুল্য নেই। তারাই সর্বেসর্বা।’
বাংলাদেশ নারী হ্যান্ডবলের সাবেক তারকা খেলোয়াড় ও কোচ ডালিয়া আক্তার একসময় ফুটবলও খেলেছেন। কিরণের প্রতি অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, ‘খেলোয়াড়েরা প্রতিবাদ, সমালোচনা করলেই বাদ দেওয়া হয়েছে। খেলোয়াড়দের খাবার নিয়ে অভিযোগ ছিল অনেক। তিনি (কিরণ) যখন প্রথম স্টেডিয়ামে আসেন তখন রিকশায় এসেছিলেন এখন দামি গাড়িতে আসছেন। সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রা পরিবর্তন হতে পারে। তার যতটা উন্নয়ন হয়েছে, ফুটবল ও ফুটবলারদের কি হয়েছে?
নারী উইংয়ের চেয়ারম্যানের উত্থানকে প্রশ্নবিদ্ধ করে ডালিয়া আরো বলেন, ‘নারী ফুটবল নিয়ে আমি ২০০৩-৪ সালের দিকে বাচ্চু ভাইয়ের সঙ্গে কাজ শুরু করি। ২০০৮ সালে আমি সালাউদ্দিনের প্যানেলের সঙ্গে ছিলাম। এএফসিতে আমার নাম পাঠানোর কথা ছিল, সেখানে উড়ে এসে জুড়ে বসা কিরণকে অদৃশ্য কারণে পাঠিয়েছে সালাউদ্দিন।’
আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফে নির্বাচন। গত মে মাসের শুরুতে কার্যনির্বাহী কমিটির সভায় নারী ফুটবল লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোর দাবির প্রেক্ষিতে তাদের কাউন্সিলরশিপ দেয়ার বিষয়টি অনুমোদন দেওয়া হয়ে। এরপর ২৯ জুন বাফুফের সাধারণ সভায় নারী ফুটবল লিগের সেরা ৪ দলকে অ্যাফিলিয়েটেড সদস্য পদ প্রদান করা হয়। যার ফলে আগামী নির্বাচনে চার দল পাবে ভোটাধিকার।
নির্বাচনের আগে ভোটার বাড়ানোর ব্যাপারে কঠোর সমালোচনা করে ডালিয়া বলেন, ‘যেসব ক্লাবগুলোকে উনারা লিগে খেলিয়েছেন সেসব ক্লাবগুলো ফুটবল ফেডারেশনের কর্মকর্তা দ্বারা কিংবা মহিলা কমিটির কর্মকর্তা দ্বারা পরিচালিত। সবাই জানি এ বছর নির্বাচনকে নিজের সুবিধার কাজে লাগানোর জন্য মহিলা ফুটবল লিগটা হয়েছে।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :