বাংলাদেশে আসন্ন নারী টি-২০ বিশ্বকাপ আয়োজন করা ভুল হবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। এই মুহূর্তে বাংলাদেশে কীভাবে ক্রিকেট খেলা হতে পারে, মানবিক দিক বিবেচনায় সেটি তার কাছে বোধগম্য হচ্ছে না।
এ বিষয়ে হিলি বলেন, ‘এ মুহুর্তে সেখানে (বাংলাদেশে) একটা ক্রিকেট ইভেন্ট আয়োজন করা এবং যে দেশটি সত্যিই ভুগছে, তাদের পুঁজি অন্য জায়গায় (বিশ্বকাপে) ব্যবহারের ব্যাপারটি আমার কাছে কঠিন মনে হচ্ছে।’
এই মুহূর্তে চারটি দেশ তাদের নাগরিককে বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। যেখানে আছে হিলির দেশ অস্ট্রেলিয়াও। হিলি বলেন, ‘এ মুহূর্তে বাংলাদেশে খেলার ব্যাপারটা আমার বোধগম্য হচ্ছে না। যেসব মানুষ মারা যাচ্ছে, এখন তাদের পাশে সবাইকে প্রয়োজন।
মনে হয় এটা একটা ভুল কাজ হবে। নিশ্চিতভাবেই বাংলাদেশে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের চেয়ে বড় ঘটনা ঘটেছে। তবে পুরো বিষয়টা আমি আইসিসির ওপর ছেড়ে দেব।’
বৈষম্যবিরোধী আন্দোলনে বলপ্রয়োগ এবং তা থেকে সৃষ্ট গণঅভ্যুত্থানের কারণে শেখ হাসিনার পতনের পর শুরু হওয়া অস্থিরতা দেশের ক্রিকেটাঙ্গনেও আঘাত হেনেছে। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশ কয়েকজন পরিচালক এখন আত্মগোপনে।
ফলে বিসিবি স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে অক্টোবরে এতো বড় আসর আয়োজন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিকল্প ভেন্যুর কথাও ভাবছে আইসিসি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা এখনো বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনে আশাবাদী।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :