প্যারিস অলিম্পিকে রৌপ্যপদক অর্জনের পর ফ্রান্সের যুব দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন থিয়েরি অঁরি। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
১৯৯৮ বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার পদত্যাগের পর বলেন, ‘এফএফএফ এবং ফিলিপ ডায়ালোকে (ফেডারেশন সভাপতি) ধন্যবাদ জানাই। তারা আমাকে এই দুর্দান্ত সুযোগ দিয়েছেন। আমার দেশের হয়ে অলিম্পিকে রৌপ্যপদক জেতা জীবনের অন্যতম গৌরবময় অর্জন হয়ে থাকবে। আমি ফেডারেশন, খেলোয়াড়, স্টাফ এবং সমর্থকদের কাছে অশেষভাবে কৃতজ্ঞ। সবাই আমাকে একটি জাদুকরী অভিজ্ঞতার স্বাদ দিয়েছে।’
অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ সলের পাশাপাশি অঁরি ফ্রান্সের তিনটি বয়সভিত্তিক দলের কোচের দায়িত্ব সামলেছেন। বেলজিয়াম জাতীয় দলের দায়িত্বে থাকাকালে কোচ রবার্তো মার্টিনেজের সহকারী হিসেবে কাজ করেছিলেন। ক্লাব ফুটবলে লিগ ওয়ানের মোনাকো ও মেজর লিগ সকারের মন্ট্রিল ইমপ্যাক্টের কোচ ছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :