AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদত্যাগ করছেন আইসিসির চেয়ারপার্সন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৩৫ পিএম, ২১ আগস্ট, ২০২৪
পদত্যাগ করছেন আইসিসির চেয়ারপার্সন

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের পদে থাকছেন না গ্রেগ বার্কলে। ক্রিকেটের অভিভাবক সংস্থার বোর্ডকে তিনি নিশ্চিত করেছেন, আগামী নভেম্বরে মেয়াদ শেষের পর তিনি পদত্যাগ করবেন।২০২০ সালের নভেম্বরে স্বাধীন আইসিসি চেয়ারম্যান হিসেবে বার্কলে নিযুক্ত হয়েছিলেন। এরপর ২০২২ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হন।

আইসিসির বর্তমান পরিচালকদের পরবর্তী চেয়ারপার্সন নির্বাচনের জন্য আগামী ২৭ আগস্টের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। যদি দুইজনের বেশি প্রার্থী থাকেন, তাহলে নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন চেয়ারপার্সনের মেয়াদ ১ ডিসেম্বর থেকে শুরু হবে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহের দিকে রয়েছে সকলের নজর। তিনি চেয়ারপার্সন পদে শক্তিশালী প্রতিযোগী হবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির পদে আছেন।

আইসিসির একটি সূত্র অবশ্য জানিয়েছে, জয় শাহ মনোনয়ন দাখিল করলে কোনো নির্বাচন হবে না। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

নতুন চেয়ারপার্সনের মেয়াদ হবে তিন বছর। বর্তমানে চেয়ারম্যানের মেয়াদ দুই বছরের জন্য বরাদ্দ রয়েছে।

একুশে সংবাদ/ এস কে

Link copied!