AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তামিম আরও ২-৩ বছর খেলুক, বিসিবি সভাপতি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৮:০৪ পিএম, ২১ আগস্ট, ২০২৪
তামিম আরও ২-৩ বছর খেলুক, বিসিবি সভাপতি

আফগানিস্তান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার ২৪ ঘণ্টা পরই ক্রিকেটে ফিরেছিলেন তামিম ইকবাল খান। তবে নানা নাটকীয়তার মধ্য দিয়ে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় এই তারকা ক্রিকেটারকে। তবে বিপিএলের পর থেকে গুঞ্জন উঠেছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে দলে ফিরতে যাচ্ছেন তামিম। 

বুধবার সংবাদ সম্মেলনে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে জাতীয় দলে এখনো খেলুক, সেই ব্যক্তিগত প্রত্যাশার কথা এভাবেই বলেন ফারুক আহমেদ। বিসিবির নবনির্বাচিত সভাপতি বাঁহাতি ওপেনারকে বাংলাদেশে তৈরি হওয়া সেরা ক্রিকেটারদের একজন হিসেবে অভিহিত করেন।

ক্রিকেট চালিয়ে যাওয়াটা তামিমের যে ব্যক্তিগত বিষয়, সেটিও মাথায় রাখছেন বিসিবি সভাপতি। অধিনায়কত্বের গুণাবলী তার ভেতর আছে বলেও সাবেক প্রধান নির্বাচক উল্লেখ করেন।

তিনি বলেন,‘কোন ফরম্যাটে খেলবে, আমার মনে হয় ৫০ ওভার বেস্ট। লঙ্গার ভার্শন সবচেয়ে ভালো হতো অভিজ্ঞতাসহ, কিন্তু এটার যে কষ্ট হয়তো ওর শরীর নিতে পারবে না। আমি জানি না। এটা তামিমই বলতে পারবে। খুব ভালো হয় যদি ও খেলতে পারে। আর যদি খেলতে না পারে, বোর্ডে আসে তাহলে আমি খুব খুশি হবো। কারণ আপনি দেখেন, তামিম আমার অন্তত বিশ বছরের ছোট হবে; যদি বেশি না হয়। কাছাকাছি হয়তো। সে সাবেক অধিনায়ক, তার মানে তার লিডারশিপ কোয়ালিটি আছে।’

গত সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংলগ্ন বিসিবি কার্যালয় পরিদর্শনে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তার সঙ্গে ছিলেন তামিম।  ক্রিকেট পাড়ায় তখন গুঞ্জন শুরু হয় যে, তিনি কি বোর্ডের দায়িত্বে আসছেন ?

এ প্রসঙ্গে ফারুকের ভাষ্য, ‘এক্ষেত্রে কিন্তু খেলোয়াড়ের চিন্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তামিম কী চিন্তা করছে? প্রথমে এদিক-সেদিক না ঘুরিয়ে তার সঙ্গে কথা বলা দরকার। তামিম খুব সেন্সেবল ছেলে।’


একুশে সংবাদ/ এস কে

Link copied!