AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্রুততম হাজারের রেকর্ড শাকিলের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:১৪ পিএম, ২২ আগস্ট, ২০২৪
দ্রুততম হাজারের রেকর্ড শাকিলের

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। দ্বিতীয় দিনের শুরুতেই পাকিস্তানের জার্সিতে অনন্য এক রেকর্ডে নাম লিখিয়েছেন সৌদ শাকিল। পাকিস্তানের জার্সি গায়ে যৌথভাবে দ্রুততম এক হাজার রান পূর্ণ করেছেন তিনি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ২৫৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান। শাকিল ৮৬ ও মোহাম্মদ রিজওয়ান ৮৯ রানে ব্যাট করছেন। 

৯৬৭ রান নিয়ে এ ম্যাচে ব্যাট করতে নামেন শাকিল। ৩৩ রানে পৌঁছার মধ্য দিয়ে পাকিস্তানের জার্সি গায়ে যৌথভাবে দ্রুততম এক হাজার রান পূর্ণ করেন এই ব্যাটার। মাত্র ২০ ইনিংস খেলে এই রেকর্ডে নাম লেখান তিনি।

এর আগে ১৯৫৯ সালে পাকিস্তানের হয়ে সমান ২০তম ইনিংসে এক হাজার রান পূর্ণ করেছিলেন সাঈদ আহমেদ। অবশ্য টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম এক হাজার রানের রেকর্ড গড়েছেন দুইজন।

ইংল্যান্ডের হার্বার্ট সাটক্লিফ ও ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস মাত্র ১২ ইনিংসেই এক হাজার করেছিলেন। এছাড়া অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান টেস্টে এক হাজার রান করেছিলেন ১৩ ইনিংসে।

পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের শুরুটা দারুণ করে টাইগাররা। শরিফুল ও হাসান মাহমুদের বোলিং তোপে প্রথমে চাপে পড়েছিল স্বাগতিকরা। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন সাঈম আইয়ুব এবং সৌদ শাকিল।

সাঈম বুধবার (২১ আগস্ট) হাসান মাহমুদের শিকার হলেও, সৌদ শাকিল টিকে আছেন এখনও। দ্বিতীয় দিনের শুরু থেকেই দেখে শুনে খেলছে পাকিস্তান। দুজনের ব্যাটে বড় পুঁজির দিকে এগোচ্ছে স্বাগতিকরা।


একুশে সংবাদ/ এস কে

 

Link copied!