রাওয়ালপিন্ডিতে চলছে বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। যেখানে শুরুটা খারাপ হলেও মিডল অর্ডারে দৃঢ়তায় বড় সংগ্রহের পথে স্বাগতিকরা। এরই মধ্যে সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৭৭ রান। সৌদ শাকিল ৯২ ও মোহাম্মদ রিজওয়ান ১০৪ রানে অপরাজিত আছেন।
চার উইকেটে ১৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। শুরু থেকেই দেখে খেলছিলেন শাকিল। অন্যপ্রান্তে আক্রমণাত্মক ছিলন রিজওয়ান। দুজনে প্রথম সেশনে যোগ করেন ৯৮ রান।
দ্বিতীয় সেশনের শুরুর দিকেই সেঞ্চুরি পূরণ করেন রিজওয়ান। সাকিব আল হাসানকে বাউন্ডারি হাঁকিয়ে মাইলফলকে পৌঁছান তিনি। অন্যপ্রান্তে শাকিলও আছেন তিন অঙ্কের ঘরে পৌঁছার অপেক্ষায়।
এর আগে বুধবার টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৬ রানের ভেতর পাকিস্তানের ৩ উইকেট তুলে নিয়ে উড়ন্ত সূচনা পেয়েছিল টিম টাইগার্স। যদিও পরে সেটা ধরে রাখতে পারেনি তারা।
সাইম আইয়ুব ও সৌদ শাকিলের ফিফটিতে স্বাগতিকরা চাপ সামলে নেয়। শতরানের জুটি গড়ে সাইম ৫৬ করে ফিরলেও দিনের বাকি সময় ভালোভাবেই পাড়ি দেন শাকিল ও রিজওয়ান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :