AB Bank
ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদমানের ফিফটির পর ফিফটির অপেক্ষায় মুমিনুল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:২৯ পিএম, ২৩ আগস্ট, ২০২৪
সাদমানের ফিফটির পর ফিফটির অপেক্ষায় মুমিনুল

তৃতীয় দিনের খেলার সকালে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম প্রথম সেশনের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটিও তুলে নিয়েছেন। অর্ধশককের কাছাকাছি মুমিনুল হক। 

রাউয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে  লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩৪ রান। সাদমান ১২৩ বলে ৬ চারে ৫৩ ও মুমিনুল ৬৬ বলে ৪টি চারে ৪৫ রানে অপরাজিত আছেন। এই দুই ব্যাটার তৃতীয় উইকেটে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন।

বিনা উইকেটে ২৭ রান নিয়ে টিম টাইগার্স তৃতীয় দিনের খেলা শুরু করেছিল। ওপেনার জাকির হাসান ৫৮ বলে এক চারে ১২ রান করে পেসার নাসিম শাহর অফ স্টাম্পের বেশ বলে খোঁচা মেরে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসবন্দি হন। বাঁ-দিকে অনেকটা ঝাপিয়ে পড়ে এক হাতে বল লুফে নেন পাকিস্তানি উইকেটরক্ষক। ভেঙে যায় ৩১ রানের উদ্বোধনী জুটি।

সফরকারীদের ইনিংসের ২৭তম ওভারের শেষ বলটির লাইনই বুঝতে পুরোপুরি ব্যর্থ হন শান্ত। গুড লেন্থের ডেলিভারিটি অফ স্ট্যাম্পের উপর মাটিতে পড়ে ভেতরে ঢুকে যায়। সামনে পা বাড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিমায় টাইগার অধিনায়ক খেলতে যান। তার ব্যাট ও প্যাডের মাঝে বিশাল ফাঁক থাকায় বল স্টাম্পে আঘাত হানলে ৪২ বলে ২ চারে ১৬ রানে তিনি সাজঘরে ফেরেন।

 

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!