আগামী ২৮ আগস্ট প্যারিসে শুরু হতে যাওয়া প্যারালিম্পিক গেমসে অংশ নেবেন দুই বাংলাদেশি ক্রীড়াবিদ। তাদের সঙ্গে ১৩ কর্মকর্তার সফরসঙ্গী হওয়া নিয়ে গণমাধ্যমে ব্যাপক সমালোচনা চলে। অবশেষে আগের আদেশ বাতিল করে নতুন তালিকা প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ।
শুক্রবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ জুলাইয়ের জিও (সরকারি আদেশ) বাতিল করে ১৩ জনের স্থলে ৭ জনের জিও মঞ্জুর করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন জিও মঞ্জুর করেন।
প্যারালিম্পিক দলে ক্রীড়াবিদ হিসেবে এবার অংশ নিচ্ছেন দুই প্যারা আর্চার ঝুমা আক্তার ও আল-আমিন হোসেন। তাদের সঙ্গে কো নিশীথ দাস ও ফিজিও মনিরুল ইসলামসহ সাতজন প্যারিসে যাবেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :