লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানদোভস্কি গোলে লা লিগার খেলায় সফরকারী অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক বার্সেলোনা।শনিবার (২৪ আগস্ট) এস্তাদিও অলিম্পিক লুইস কোম্প্যানিসে প্রথমার্ধে লামিনে ইয়ামাল বার্সেলোনাকে এগিয়ে দেন। কিন্তু এই অর্ধের শেষের দিকে ওহিয়ান সানচেতের গোলে সমতায় ফেরে বিলবাও। দ্বিতীয়ার্ধে বার্সাকে জয়সূচক গোল এনে দেন রবার্ট লেভানদোভস্কি।
বরাবরের মতোই ম্যাচের পজেশন ধরে রেখে খেলার চেষ্টা করেছে বার্সেলোনা। ইয়ামালের নৈপুণ্যে লিডও পেয়ে যায় তারা, ছিল কিছুটা ভাগ্যের ছোঁয়াও।
ফ্রি-কিকে বার্সার প্রথম প্রচেষ্টা নস্যাৎ করে দেন বিলবাওয়ের গোলরক্ষক পাদিলা। দলকে বিপদমুক্ত অবশ্য করতে পারেননি তিনি। বক্সের বাইরে আলগা বল পেয়ে জায়গা বানিয়ে বাঁকানো শট নেন ইয়ামাল, বল প্রতিপক্ষের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জালে জড়ায়।
৩৭ মিনিটে ফের ইয়ামাল জাদুর দেখা মেলে। দারুণ ড্রিবলিংয়ে ওপরে উঠে রাফিনিয়াকে পাস বাড়ান তিনি। ব্রাজিলিয়ান উইঙ্গারের পা ঘুরে বল যায় লেভানদোভস্কির পায়ে। কিন্তু পোলিশ স্ট্রাইকারের শট পোস্টে লাগে।
এর পাঁচ মিনিট পরেই সমতায় ফেরে বিলবাও। বিলবাওয়ের ফরোয়ার্ড আলেহান্দ্রো রেমিরোকে নিজেদের ডি-বক্সে ফাউল করেন তরুণ ডিফেন্ডার পাউ কুবরেসি। স্পটকিকে বল জালে জড়ান সানচেত।
৫৭ মিনিটে লেভানদভস্কির হেড ফের পোস্টে লাগে। এর ছয় মিনিট পর তার আরেকটা প্রচেষ্টাও ঠেকিয়ে দেন বিলবাওয়ের গোলরক্ষক।
এ সময় বার্সেলোনা একের পর এক আক্রমণ শানাতে থাকে। ব্যতিব্যস্ত বিলবাও দিশেহারা হয়ে পড়ায় আক্রমণে উঠতেই পারছিল না। বেশ কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পর জয়সূচক গোলের দেখা পায় বার্সেলোনা।
তখন পর্যন্ত দুইবার পোস্ট কাঁপানো লেভানদোভস্কি গোল পান অনেকটা ভাগ্যের ছোঁয়ায়। পেদ্রির বক্সে বাড়ানো বলের কাছাকাছি পৌঁছেও হাতে রাখতে পারেননি পাদিলা, বল চলে যায় লেভানদোভস্কির পায়ে। পোলিশ স্ট্রাইকার সুযোগ নষ্ট করেননি।
এবারের লিগে দুই ম্যাচে এটি এই পোলিশ স্ট্রাইকারের তৃতীয় গোল। প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন এই পোলিশ।দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :