লিভারপুলের ম্যানেজার হিসেবে দারুন সূচনা করেছেন আর্নে স্লট। গতকাল এ্যানফিল্ডে তার দল ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে পরাজিত করে দ্বিতীয় জয় নিশ্চিত করেছে।
লুইস দিয়াজ ও মোহাম্মদ সালাহ লিভারপুলের নতুন বসকে টানা দ্বিতীয় জয় উপহার দিয়েছেন। গত সপ্তাহে ইপসউইচের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কাল প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ৪৫ বছর বয়সী স্লটের অধীনে প্রথম জয় নিশ্চিত রেডসরা। গত মৌসুমের শেষে কোচের পদ থেকে জার্গেন ক্লপ সড়ে দাঁড়ানোর পর ফেইনুর্ড থেকে স্লটকে দলে ভেড়ানো হয়। এ্যানফিল্ডে সফলভাবে নয় বছর কাটিয়েছেন ক্লপ।
এ্যানফিল্ডে রেকর্ড ৬০,১০৭ জন সমর্থকের উপস্থিতিতে ১৩ মিনিটে দিয়োগো জোতার পাস থেকে দিয়াজ স্বাগতিকদের এগিয়ে দিয়েছিলেন। ৭০ মিনিটে ১২ গজ দুর থেকে সালাহ ব্যবধান দ্বিগুন করেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :