নোনি মাদুয়েকের হ্যাটট্রিকে উল্ফসকে ৬-২ ব্যবধানে পরাজিত করেছে চেলসি।মলিনেক্সে চেলসির শুরুটা দুর্দান্ত হয়েছিল। মাত্র ৯৮ সেকেন্ডে মাথিয়াস কুনহা কর্ণার থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে নিকোলাস জ্যাকসন ছয় গজ দুর থেকে চেলসিকে এগিয়ে দেন। ২৭ মিনিটে কুনহা উল্ফসকে সমতায় ফেরান।
৪৫ মিনিটে কোল পালমার আবারো চেলসিকে এগিয়ে দেন। প্রথমার্ধের ইনজুরি টাইমে এবার উল্ফসকে সমতায় ফেরান জার্গেন স্ট্র্যান্ড। ৪৯ মিনিটে পালমারের এ্যাসিস্টে মাদুয়েকের শট উল্ফস গোলরক্ষক হোসে সা ধরতে পারেননি। ৯ মিনিট পর মাদুয়েকে আবারো গোলের দেখা পান। ২২ বছর বয়সী মাদুয়েকে পালমারের আরো একটি এ্যাসিস্টে হ্যাটট্রিক পূরণ করেন। এ সপ্তাহে এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে স্থায়ীভাবে দলে আসা হুয়াও ফেলিক্স ৮০ মিনিটে চেলসির হয়ে ষষ্ঠ গোলটি করেছেন।
লিস্টার থেকে এবারের মৌসুমে চেলসির কোচের পদ গ্রহণ করা এনজো মারসেকার অধীনে এটাই ব্লুজদের প্রথম জয়। গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির কাছে ২-০ গোলের পরাজয় দিয়ে চেলসি মৌসুম শুরু করেছিল।
দিনের আরেক ম্যাচে ভিটালিটি স্টেডিয়ামে নিউক্যাসল বোর্নমাউথের সাথে ১-১ গোলে ড্র করেছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :