বাংলাদেশি বংশোদ্ভুত এই ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী এখন দেশের ফুটবলে আলোচনার কেন্দ্রে রয়েছেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি তিনি বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন।
ভুটানের বিপক্ষে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার থেকে ফুটবলাররা ক্যাম্প শুরু করেছেন। ক্যাম্পে যোগদানের পর হামজার প্রসঙ্গে কথা বলেন লাল-সবুজের দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির ফুটবলার প্রসঙ্গে জামাল বলেন, ‘হামজার সঙ্গে আমার সরাসরি কখনো কথা না হলেও তার খোজ রাখি। আমার সাবেক সতীর্থ তার সঙ্গে খেলে। আমার সঙ্গে কখনো কথা হয়নি।’
প্রাক-মৌসুম প্রস্তুতি ও প্রিমিয়ার লিগ শুরু হওয়ায় ব্যস্ততার কারণে বিলম্বে পাসপোর্ট তুলেছিলেন হামজা। সেজন্য ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে তিনি দলের সঙ্গে থাকছেন না। আগামী নভেম্বরে ফিফা উইন্ডোতে তাকে খেলানো যাবে বলে কয়েকদিন আগে বলেছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :