AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:২৭ পিএম, ২৭ আগস্ট, ২০২৪
অস্ট্রেলিয়ার বিপক্ষে  ইংল্যান্ডের দল ঘোষণা

সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। মোট আট ম্যাচের এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ১১ সেপ্টেম্বর টি-২০ দিয়ে শুরু হবে সিরিজটি। 

দীর্ঘদিন পর দুই ফরম্যাটেই দলে ফিরেছেন পেসার জোফরা আর্চার। অন্যদিকে শুধু টি-২০ স্কোয়াডে আছেন পাঁচ নতুন মুখ। তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর।

ইংল্যান্ডের ১৫ সদস্যের টি-২০ দলে পাঁচ নতুন মুখ হলেন- জর্ডান কক্স, জ্যাকব বেথেল, ডান মাউসলি, জস হুল ও জন টার্নার। এ ছাড়া তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ব্রাইডন কার্স।

ইংল্যান্ডের টি-২০ স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, স্যাম কারেন, জোস হুল, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মাউসলি, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, জন টার্নার।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডকেট, জোস হুল, উইল জ্যাকস, ম্যাথিউ পটস, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, রিসি টপলি ও জন টার্নার।

একুশে সংবাদ/ এস কে

 

Link copied!