AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভ্লাহোভিচের দুই গোলে জুভেন্টাসের টানা দ্বিতীয় জয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৫৫ পিএম, ২৭ আগস্ট, ২০২৪
ভ্লাহোভিচের দুই গোলে জুভেন্টাসের টানা দ্বিতীয় জয়

ডুসান ভ্লাহোভিচের জোড়া গোলে ভেরোনাকে ৩-০ ব্যবধানে পরাজিত করে সিরি-এ লিগে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছে জুভেন্টাস।থিয়াগো মোত্তার দল কোমোর বিরুদ্ধে ৩-০ গোলের জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছিল। একমাত্র দল হিসেবে দুই ম্যাচে এখন পর্যন্ত শতভাগ জয় দিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তুরিনের জায়ান্টরা।

২০১৯/২০ মৌসুমের পর প্রথমবারের মত সিরি-এ লিগ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে জুভেন্টাস।মে মাসে ইতালিয়ান কাপ ফাইনালের পর মাসিমিলিয়ান আলেগ্রি বরখাস্ত হলে তার স্থানে মোত্তা দায়িত্ব গ্রহণ করেন। গত মৌসুমে জুভেন্টাস সিরি-এ লিগে তৃতীয় স্থান পেয়েছিল। যদিও গত চার বছরে এটাই তাদের সেরা সাফল্য।  

২৮ মিনিটে ভ্লাহোভিচে জুভদের এগিয়ে দেন। ২১ বছর বয়সী ডিফেন্ডার নিকোলো সাভোনা প্রথমবারের মত পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পেয়েছেন। স্যামুয়েল এমবানগুলার ক্রসে ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সাভোনা। বেলজিয়ান এমবানগুলা যুব দল থেকে আসার পর এনিয়ে সিনিয়র দলের হয়ে দুই ম্যাচে এক গোল ও দুই এ্যাসিস্ট করেছেন। দ্বিতীয়ার্ধ শুরুর আট মিনিটের মধ্যে পেনাল্টি থেকে ভ্লাহোভিচ তার দ্বিতীয় গোল করেছেন।

ম্যাচ শেষে নতুন বস মোত্তা সম্পর্কে ভ্লাহোভিচে বলেছেন, ‘আমাদের আগ্রাসী মনোভাবের সাথে সে মানিয়ে নিয়েছে এবং সেভাবেই সে কাজ করছে। আমরা সবাই মেনে নিয়েছি। সবাই যদি সঠিক মানসিকতা নিয়ে খেলতে পারি তবে সবকিছুই সহজ হয়ে যাবে। আমরা একে অপরের জন্য খেলে থাকি। কিন্তু সেই সাথে কৌশলগত কিছু পরিবর্তনও মাঝে মাঝে করতে হয়। আমরা সবাই সে সম্পর্কে অবগত আছি।’

রোববার জুভেন্টাস পরবর্তী ম্যাচে রোমার মুখোমুখি হবে। মৌসুমে তৃতীয় ম্যাচেই জুভেন্টাস বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে।

এর আগে দিনের শুরুতে পিছিয়ে পড়েও এসি মিলানের সাবেক ফরোয়ার্ড প্যাট্রিক কার্টোনসের দ্বিতীয়ার্ধের গোলে কালিয়ারির সাথে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে কোমো। এরম মাধ্যমে ২০০৩ সালের পর সিরি-এ লিগে প্রথম পয়েন্ট সংগ্রহ করেছে কোমো।

ম্যাচ শেষে কোমো কোচ সেস ফ্যাব্রেগাস বলেছেন, ‘আমি সত্যিই খুশী। কারন এখানে খেলা সত্যিই কঠিন। একই সাথে আমাদের আরো উন্নতি করতে হবে। যত দ্রুত সম্ভব সিরি-এ’র গতির সাথে আমাদের মানিয়ে নিতে হবে।’

একুশে সংবাদ/ এস কে

Link copied!