AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইসিসির চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:২২ পিএম, ২৭ আগস্ট, ২০২৪
আইসিসির চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হলেন জয় শাহ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২০১৯ সাল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিবের দায়িত্ব পালন করা এই কর্মকর্তা বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।আগামী ১ ডিসেম্বর নিজের নতুন দায়িত্ব বুঝে নেবেন জয় শাহ।বর্তমান প্রধান গ্রেগ বার্কলে কিছুদিন আগেই জানিয়েছেন, তিন তৃতীয় দফা এই পদে থাকতে আগ্রহী নন। এরপরই সম্ভাব্য প্রধান হিসেবে নাম চাওয়া হয়। কিন্তু জয় শাহ ছাড়া আর কারও নাম উত্থাপন করা হয়নি।

আইসিসির প্রধান নির্বাচিত হয়ে বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর অঙ্গীকার করেছেন। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে সে কাজের প্রথম পদক্ষেপ বলে মনে করেন তিনি।

আইসিসির বিবৃতিতে জয় শাহ বলেছেন, ‘আইসিসির প্রধান নির্বাচিত হতে পেরে আমি গর্বিত। আইসিসি ও এর সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে ক্রিকেটের বিশ্বায়ন করতে চাই। আমরা এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আছি, যেখানে একাধিক ফরম্যাটকে টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রযুক্তির প্রচার এবং নতুন বিশ্ব বাজারে আমাদের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো পরিচিত করে দিতে হবে। আমাদের লক্ষ্য হলো ক্রিকেটকে মানুষের আরও কাছে নেওয়া এবং আগের চেয়েও জনপ্রিয় করা।’

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!