AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউজিল্যান্ডের বোলিং কোচ ওরাম


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৪১ পিএম, ২৯ আগস্ট, ২০২৪
নিউজিল্যান্ডের বোলিং কোচ ওরাম

স্থায়ীভাবে নিউজিল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পেলেন দেশটির সাবেক পেস বোলিং অলরাউন্ডার জ্যাকব ওরাম।গত বছরের নভেম্বরে বোলিং কোচ হিসেবে দায়িত্ব শেষ হওয়া বাংলাদেশের সাবেক কোচ শেন জার্গেনসনের জায়গায় আগামী ৭ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করবেন ৪৬ বছর বয়সী ওরাম।

এর আগে বিভিন্ন সময়ে নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ওরাম। এরমধ্যে গত বছরের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এবং এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের সাথে কাজ করেছেন তিনি। এই তিন সিরিজের একটিতেও সাফল্য পায়নি নিউজিন্যান্ড। বাংলাদেশের সাথে ১-১এ ড্র, অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে হার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে নিউজিল্যান্ড।

স্থায়ীভাবে নিউজিল্যান্ডের ক্রিকেটের সাথে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত ওরাম। তিনি বলেন, ‘ব্ল্যাক ক্যাপসদের সাথে আবারও যুক্ত হবার সুযোগ পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। এই দলে থাকতে পারাটা আমার জন্য অনেক বড় কিছু এবং এই সম্মান আমার জীবনের বড় একটি অধ্যায় হয়ে থাকবে।’

২০১৪ সালে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে প্রথম কোচিং ক্যারিয়ার শুরু করা ওরাম বলেন, ‘ব্ল্যাক ক্যাপসদের বোলিংয়ে অনেক নতুন প্রতিভা উঠে আসছে। আশা করছি আমার ক্রিকেট জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে চ্যালেঞ্জের জন্য তৈরি হতে তাদেরকে সহায়তা করতে পারবো।’

ওরামকে দলের সাথে পেয়ে উচ্ছ্বসিত নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড, ‘খেলোয়াড় হিসেবে জ্যাকের ক্যারিয়ার এবং কোচ হিসেবে তার অভিজ্ঞতা ভাল কিছুরই ইঙ্গিত দিচ্ছে।’

২০০১ থেকে ২০১২ পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ৩৩টি টেস্টে ১৭৮০ রান ও ৬০ উইকেট, ১৬০ ওয়ানডেতে ২৪৩৪ রান ও ১৭৩ উইকেট এবং ৩৬টি টি-টোয়েন্টিতে ৪৭৪ রান ও ১৯ উইকেট শিকার করেন ওরাম।
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!