AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খেলার মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন উরুগুয়ের ফুটবলার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০৯ পিএম, ২৯ আগস্ট, ২০২৪
খেলার মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন উরুগুয়ের ফুটবলার

গত সপ্তাহে খেলার মাঝেই মাঠে আচমকা লুটিয়ে পড়েছিলেন উরুগুয়ের ফুটবলার হুয়ান ইখকিয়ার্দো। তারপর যে ছবিটা গোটা ফুটবল বিশ্ব দেখেছিল তা সকলকে শোকাহত করে দিয়েছে। গত বৃহস্পতিবার সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে কোপা লিবারতাদোসের ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েছিলেন উরুগুয়ের ফুটবলার হুয়ান ইখকিয়ার্দো।  

ন্যাশিওনাল ক্লাবের ওই ফুটবলার খেলা চলাকালীন আক্রান্ত হন হৃদরোগে। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেদিনের পর থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই লড়াই শেষ হল। মাত্র ২৭ বছর বয়সেই মৃত্যু হল হুয়ান ইখকিয়ার্দোর।

ইখকিয়ার্দো গত বৃহস্পতিবার থেকে হাসপাতালে ভর্তি। রবিবার থেকে ছিলেন ভেন্টিলেশনে। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯.৩৮ মিনিটে প্রয়াত হন হুয়ান ইখকিয়ার্দো। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছে তাঁর ক্লাব ন্যাশিওনাল।

হুয়ান ইখকিয়ার্দোর উরুগুয়াইন ক্লাব নাসিওনাল এই খবরটি নিশ্চিত করেছে। ব্রাজিলে সাও পাওলোর বিরুদ্ধে কোপা লিবার্তোদেস ম্যাচ চলাকালীন ২৭ বছর বয়সি ডিফেন্ডার আকস্মিকভাবে লুটিয়ে পড়েন। এরপর থেকেই তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে হুয়ান ইখকিয়ার্দোর। এক্স অ্যাকাউন্টে নাসিওয়াল লিখেছে, ‘গভীর দু:খ ও স্তম্ভিত হৃদয়ে ক্লাব নাসিওনাল জানাচ্ছে যে আমাদের ভীষণ প্রিয় ফুটবলার হুয়ান ইজিকুয়ের্দো মারা গিয়েছেন।তার পরিবার, সতীর্থ ও বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। অপূরনীয় এই ক্ষতিতে নাসিওনাল শোক পালন করছে।’

মউরুম্বি স্টেডিয়ামে এই ম্যাচের ৮৪ মিনিটে নিজে থেকেই পড়ে গিয়ে অচেতন হয়ে যান হুয়ান। এরপরেই তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর থেকে আলবার্ট আইনস্টাইন হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তবে সকল চেষ্টা বৃথা করে চিরতরে চলে যান এই ফুটবলার। হুয়ান ইখকিয়ার্দোর অকাল মৃত্যুতে শোকহত দক্ষিণ আমেরিকান ফুটবলের গর্ভনিং বডির সভাপতি আলেহান্দ্রো ডমিনগুয়েজ। তিনি জানিয়েছেন, ‘দক্ষিণ আমেরিকার ফুটবল শোক পালন করছে।’ হুয়ান যাদের বিরুদ্ধে ম্যাচে অসুস্থ হয়েছিলেন, ব্রাজিলের সেই সাও পাওলো ক্লাবও এই ঘটনায় শোকাহত। তারা জানিয়েছে, ‘ফুটবলের জন্য এটা দুঃখের দিন।’ 

খেলার মাঠে ক্রিশ্চিয়ান এরিকসনের এভাবে লুটিয়ে পড়া দেখেছে ফুটবল বিশ্ব। তারপর মৃত্যুমুখ থেকে তাঁর ফিরে আসাও দেখেছে। এরিকসন এখনও ক্লাব এবং দেশের হয়ে দাপিয়ে খেলছেন। ইখকিয়ার্দোর ক্ষেত্রেও হয়তো সেই ঘটনার পুনরাবৃত্তির আশা করছিলেন কেউ কেউ। কিন্তু তেমনটা হল না। প্রায় পাঁচদিন লড়াই করার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই উরুগুয়ের ফুটবলার।

একুশে সংবাদ/ এস কে

Link copied!