AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাকিবের খেলা ও দেশে ফেরা নিয়ে বিসিবি সভাপতি যা বললেন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৯:৫৬ পিএম, ২৯ আগস্ট, ২০২৪
সাকিবের খেলা ও দেশে ফেরা নিয়ে বিসিবি সভাপতি যা বললেন

হত্যা মামলার আসামি হওয়ার কারণে ক্রিকেট ক্যারিয়ারে শঙ্কা তৈরি হয়েছে সাকিব আল হাসানের। বর্তমানে পাকিস্তানে অবস্থান করা সাকিব সেখান থেকে যাবেন ইংল্যান্ডে। সেখানে পৌঁছে খেলবেন কাউন্টি ক্রিকেট। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ (বৃৃহস্পতিবার) বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্যে বিসিবি জানিয়েছে, সাকিবের শাস্তি হওয়ার আগ পর্যন্ত তাকে ছাড় দেবে তারা। এর আগে পর্যন্ত খেলে যাবেন তিনি। বৃহস্পতিবার বিসিবিতে সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ভারত সিরিজের পর।  

এর আগে সাকিব দেশে ফিরবেন না। কাউন্টি ক্রিকেটে তার খেলার ব্যাপারটিও নিশ্চিত করেছেন ফারুক। অর্থাৎ ভারত সিরিজের আগে দেশে ফিরবেন না সাকিব।

ফারুক বলেন, ‘স্থায়ী এনওসি তো দেওয়া হবে না। কিন্তু ইতোমধ্যে একটা এনওসি আছে, কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে। আমি যেদিন কাজ পেয়েছি, এর আগেই এনওসি নিয়েছে। এখন হয়তো আসবে না, ভারতের বিপক্ষে সিরিজটা বাইরে থেকে খেলবে। যেহেতু তাকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। ভারত সিরিজের পর হয়তো পরের পরিকল্পনা কী হবে সেটা ঠিক করা হবে। ’

২০০৯-১০ সালের লিগ মৌসুমে ওস্টারশায়ারের হয়ে আটটি ম্যাচ খেলেছিলেন সাকিব। তখন প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলেন তিনি। ৫ থেকে ১৪ সেপ্টেম্বর কাউন্টিতে খেলার ছাড়পত্র পেয়েছেন সাকিব। ৯ থেকে ১২ সেপ্টেম্বর সামারসেটের বিপক্ষে সারের হয়ে একটি ম্যাচই খেলার কথা রয়েছে তার।

একুশে সংবাদ/ এস কে

Link copied!