ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। শুক্রবার (৩০ আগস্ট) নেদারল্যান্ডের বোটিক ফন ডে জান্ডসচুলপের কাছে হেরে এই তারকা বিদায় নেন।
দ্বিতীয় রাউন্ডের খেলায় আলকারাজ জান্ডসচুলপের কাছে হেরে যান ৬-১, ৭-৫, ৬-৪ ব্যবধানে। বিশ্বের তিন নম্বর তারকা ও ইউএস ওপেনে ২০২২ সালের চ্যাম্পিয়ন আলকারাজের এমন বিদায় সবাইকে অবাক করেছে। নেদারল্যান্ডের তারকা বোটিক ফন ডে জান্ডসচুলপ র্যাঙ্কিংয়ে ৭৪তম বাছাই।
ইউএস ওপেনে সর্বশেষ তিনবারই অন্তত কোয়ার্টার ফাইনালে উঠেছেন উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেনজয়ী ২১ বছর বয়সী আলকারাজ। ২০২১ উইম্বলডনে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের পর এবারই কোনো গ্র্যান্ড স্ল্যাম থেকে এত দ্রুত বিদায় নিতে হলো তাকে।
ইউএস ওপেন জিতলে আধুনিক সময়ে তৃতীয় খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জয়ের কীর্তি গড়তেন এই স্প্যানিশ টেনিস তারকা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :