ব্যাটার জো রুটের দুর্দান্ত সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন নিজেদের করে রাখলো স্বাগতিক ইংল্যান্ড। রুটের ১৪৩ রানের উপর ভর করে প্রথম দিন শেষে ৮৮ ওভারে ৭ উইকেটে ৩৫৮ রান করেছে ইংলিশরা। টেস্ট ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ শতকে সাবেক অধিনায়ক অ্যালিষ্টার কুকের পাশে বসলেন রুট।
লর্ডসে গতকাল শুরু হওয়া টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। ওপেনার ড্যান লরেন্স ৯ ও ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপ ১ রানে আউট হন। এক প্রান্ত আগলে রানের চাকা সচল রেখে ৪০ রানে ফিরেন আরেক ওপেনার বেন ডাকেট।
দলীয় ৮২ রানে ডাকেট ফেরার পর মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে ছোট-ছোট জুটি গড়েন রুট। হ্যারি ব্রুকের সাথে ৪৮ ও জেমি স্মিথকে নিয়ে ৬২ রান যোগ করেন রুট। ব্রুক ৩৩ ও স্মিথ ২১ রানে আউট হন।
সপ্তম উইকেটে গাস অ্যাটকিনসনকে নিয়ে ১১১ বলে ৯২ রানের জুটিতে দলের রান ৩শ পার করেন রুট। এই জুটিতেই ১৪৫তম টেস্টে ৩৩তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন রুট। শেষ পর্যন্ত শ্রীলংকার পেসার মিলান রতœানায়েকের বলে শিকার হন ১৮টি চারে ২০৬ বলে ১৪৩ রান করা রুট।
দিন শেষে অ্যাটকিনসন ৭৪ ও ম্যাথু পটস ২০ রানে অপরাজিত আছেন। শ্রীলংকার আসিথা ফার্নান্দো, রত্নানায়েকে ও লাহিরু কুমারা ২টি করে উইকেট নিয়েছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :