AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অনির্দিষ্টকালের জন্য টেস্ট থেকে বিরতি নিলেন রশিদ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:১৩ পিএম, ৩০ আগস্ট, ২০২৪
অনির্দিষ্টকালের জন্য টেস্ট থেকে বিরতি নিলেন রশিদ

নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রাথমিক ২০ জনের দলে নেই রশিদ খান। এবার পাওয়া গেল নতুন তথ্য।আফগান লেগস্পিনার অনির্দিষ্টকালের জন্য ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে বিরতি নিয়েছেন। 

আবুধাবিতে ২০২১ সালের মার্চে রশিদ জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। হ্যামস্ট্রিং চোট থেকে পুরোপুরি সেরে ওঠার জন্য চিকিৎসক তাকে লাল বলের ক্রিকেট এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

আফগানিস্তান দলের মিডিয়া ম্যানেজার নাসির খান ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘তিনি আপাতত টেস্ট থেকে বিরতি নিয়েছেন। তার চোট সমস্যা রয়েছে। তাই চিকিৎসকরা আপাতত তাকে টেস্ট না খেলার পরামর্শ দিয়েছেন।’

কতদিনের জন্য সাদা পোশাকের ক্রিকেটে রশিদকে পাওয়া যাবে না, এ বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি নাসির। তার ভাষ্য, ‘সে এক বছরের জন্য মাঠের বাইরে আছে কিনা, আমরা জানি না। এটা নিশ্চিত সে যতক্ষণ না ঠিকভাবে সুস্থ হয়ে উঠছে, ততদিন বাইরে থাকবেন। চিকিৎসকের অনুমোদন না পাওয়া পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলতে পারবেন না। ঠিক কতকাল বাইরে থাকবে, তা বলা যাচ্ছে না।’

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের পর রশিদের পিঠে অস্ত্রোপচার করা হয়েছিল। এজন্য তাকে চার মাস খেলার বাইরে থাকতে হয়েছিল। হ্যামস্ট্রিং চোটে পড়ে ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড থেকে ছিটকে যান রশিদ। সম্প্রতি কাবুলের শপেজেজা টি-২০ লিগে স্পিন ধার টাইগার্সের অধিনায়ক হিসেবে খেলতে নামেন। গত সপ্তাহে, তিনি ২৬ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ও বল হাতে একটি উইকেট পান।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!