AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোনালদোকে নিয়েই নেশন্স লিগে পর্তুগালের দল ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৫৫ পিএম, ৩০ আগস্ট, ২০২৪
রোনালদোকে নিয়েই নেশন্স লিগে পর্তুগালের দল ঘোষণা

রোনালদোকে সঙ্গে নিয়ে নেশন্স লিগের স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল।আগামী সেপ্টেম্বরে নেশনস লিগে ক্রোয়েশিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুক্রবার ২৫ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল। স্কোয়াডে নতুন মুখ জিওভানি কায়েন্দা, থিয়াগো সান্তোস ও রেনেতো ভেইগা।

এবারের আসরে লিগ ‘এ’-তে এক নম্বর গ্রুপে রয়েছে পর্তুগাল। রোনালদোর দলের ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড ছাড়াও  আরেক গ্রুপসঙ্গী পোল্যান্ড। প্রতিটি দল হোম-অ্যাওয়ে ভিত্তিতে ৬টি ম্যাচ খেলবে। চার দলের মধ্যে দুইটি দল কোয়ার্টার ফাইনালে পা দেবে। গ্রুপের পয়েন্ট টেবিলের তৃতীয় দলকে খেলতে হবে বাছাইয়ের প্লেঅফ। চতুর্থ দলের লিগ ‘বি’তে অবনমন হবে।

পর্তুগাল স্কোয়াড:  

গোলরক্ষক: ডিয়েগো কস্তা, হোসে সা, রুই সিলভা। 
ডিফেন্ডার: রুবেন দিয়াস, আন্তোনিও সিলভা, রেনাতো ভেইগা, গঞ্জালো ইনাসিও, থিয়াগো সান্তোস, ডিয়েগো দালোতট, নুনো মেন্দেস, নেলসন সেমেদো। 
মিডফিল্ডার: জোয়াও পালহিনহা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফের্নান্দেস, বের্নান্দো সিলভা, রুবেন নেভেস। 
ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, পেদ্রো গনকালভেস, রাফায়েল লিয়াও, জিওভানি কুয়েন্দা, পেদ্রো নেতো, ক্রিস্টিয়ানো রোনালদো, ডিয়েগো জোতা।
 

একুশে সংবাদ/ এস কে

Link copied!