AB Bank
ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভুটানে পৌঁছালেন জামালরা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৩১ পিএম, ৩০ আগস্ট, ২০২৪
ভুটানে পৌঁছালেন জামালরা

ভুটানের বিপক্ষে আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচে খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে থিম্পুর উদ্দেশে রওনা দেয় লাল-সবুজের দল। বর্তমানে তারা ভুটানের রাজধানীতে অবস্থান করছেন।

এর আগে প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা বৃহস্পতিবার জাতীয় দলের ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন। দলে ডাক পেয়েছেন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী চার ফুটবলার ফরোয়ার্ড মিরাজুল ইসলাম, রাব্বি হোসেন, চন্দন রায় ও ডিফেন্ডার শাকিল আহাদ।

জাতীয় দলের ক্যাম্পে আগে যে ১৪ জনকে ডাকা হয়েছিল, তাদের মধ্যে বাদ পড়েছেন চারজন। তারা হলেন- মিডফিল্ডার দিদারুল আলম, সৈয়দ কাজেম কিরমানি ও জাভেদ আহমেদ এবং ফরোয়ার্ড আরমান আকাশ।

দুই গোলরক্ষক  মোহাম্মদ সুজন হোসেন ও পাপ্পু হোসেন ২৩ জনের চূড়ান্ত দলে আছেন। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এই প্রথম দুই গোলরক্ষক ভাই একসঙ্গে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন।

বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন, পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: তপু বর্মণ, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, মেহেদী হাসান, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল হোসেন, শাকিল আহাদ।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), চন্দন রায়, মজিবর রহমান, মিরাজুল ইসলাম।
আক্রমণভাগ: শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, শেখ মোরছালিন, রাব্বি হোসেন, ফয়সাল আহমেদ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!