AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভুটানে পৌঁছালেন জামালরা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৩১ পিএম, ৩০ আগস্ট, ২০২৪
ভুটানে পৌঁছালেন জামালরা

ভুটানের বিপক্ষে আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচে খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে থিম্পুর উদ্দেশে রওনা দেয় লাল-সবুজের দল। বর্তমানে তারা ভুটানের রাজধানীতে অবস্থান করছেন।

এর আগে প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা বৃহস্পতিবার জাতীয় দলের ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন। দলে ডাক পেয়েছেন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী চার ফুটবলার ফরোয়ার্ড মিরাজুল ইসলাম, রাব্বি হোসেন, চন্দন রায় ও ডিফেন্ডার শাকিল আহাদ।

জাতীয় দলের ক্যাম্পে আগে যে ১৪ জনকে ডাকা হয়েছিল, তাদের মধ্যে বাদ পড়েছেন চারজন। তারা হলেন- মিডফিল্ডার দিদারুল আলম, সৈয়দ কাজেম কিরমানি ও জাভেদ আহমেদ এবং ফরোয়ার্ড আরমান আকাশ।

দুই গোলরক্ষক  মোহাম্মদ সুজন হোসেন ও পাপ্পু হোসেন ২৩ জনের চূড়ান্ত দলে আছেন। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এই প্রথম দুই গোলরক্ষক ভাই একসঙ্গে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন।

বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন, পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: তপু বর্মণ, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, মেহেদী হাসান, রহমত মিয়া, ঈসা ফয়সাল, শাকিল হোসেন, শাকিল আহাদ।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), চন্দন রায়, মজিবর রহমান, মিরাজুল ইসলাম।
আক্রমণভাগ: শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, শেখ মোরছালিন, রাব্বি হোসেন, ফয়সাল আহমেদ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!