পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়াম ‘দ্য বোট’ নির্মাণের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শনে গিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাড়ে ৩৭ একর জমি ঘুরে দেখে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে দুটি খেলার মাঠ বানানোর পাশাপাশি স্টেডিয়ামের নাম ও নকশা বদলের কথাও জানান তিনি।
শনিবার সকালে ফারুক আহমেদ সঙ্গে পূর্বাচলে জমি পরিদর্শনে যান। এ সময় বিসিবি পরিচালক আকরাম খান, ইফতেখার আহমেদ, নাজমূল আবেদীন, ফাহিম সিনহা, কাজী ইনাম, মঞ্জুরুল ইসলাম ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন।
পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নাই। মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার, তা করব।’
সরকারের পালাবদলের প্রেক্ষিতে ‘শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম’নামটা যে থাকছে না, সেই খবর আগেই বেরিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা যদিও এখনো আসেনি। এ ব্যাপারে ফারুকের ভাষ্য, ‘এটা ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নেবে।’
অগ্রাধিকার ভিত্তিতে দুটি খেলার মাঠ বানানোর প্রসঙ্গে বোর্ড সভাপতি বলেন, ‘দায়িত্ব নেয়ার পর আমাদের প্রধান ইচ্ছা ছিল মাঠগুলোর উন্নতি। নতুন মাঠও যদি করতে পারি, সেটা নিয়েও চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, এটা নিয়ে একটা পরিকল্পনা ছিল। এখন এটাকে আমরা যত দ্রুত মাঠের কাঠামোতে রূপ দিতে পারি, সেই চেষ্টা করব। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার কথা, সেগুলোর সঙ্গে এটা যোগ হবে।’
‘আমরা ধাপে ধাপে যাব। এখানে দুটি মাঠ হওয়ার কথা ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে আমরা এত বাজেট বহন করতে পারব না। সেজন্য প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব, তারপর পাশের মাঠটা করার চেষ্টা করব। দ্রুতই মাঠের কাজ শুরু করব। এখন আমাদের অনেক ধরনের খেলা, আপনারা সবাই জানেন। বয়সভিত্তিক থেকে শুরু করে নারী ক্রিকেট, ক্লাব ক্রিকেট অনেক খেলা। এখন সেজন্য মাঠটা তৈরি করব।’
বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের আমলে পপুলাস নামের অস্ট্রেলিয়ান একটি প্রতিষ্ঠানকে স্টেডিয়াম নির্মাণের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল। প্রতিষ্ঠানটির সঙ্গে জলদি আলোচনা করে মাঠের কাজ শুরু করতে চান বর্তমান সভাপতি ফারুক।
তিনি আরো বলেন, ‘আমি আগেই উল্লেখ করেছি, কনসালটেন্সিতে আমাদের টাকা বিনিয়োগ হয়েছে। ওটাকে ধরেই বড় কোনো পরিবর্তন না করে …আপনি তো একদিনে সব করতে পারবেন না। মাঠ, ড্রেসিংরুম…আমি ওদের পরিকল্পনাটা পুরোপুরি দেখিনি। এটা নিয়ে আমার কথা বলাটাও ঠিক হবে না। ওই পরিকল্পনাটা দেখে, ড্রইং দেখে ওদের পরামর্শ অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করব।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :