টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকের দেখা পেলেন আর্লিং হালান্ড। নরওয়েজিয়ান স্ট্রাইকারের নৈপুণ্যে ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ৩০ বছর পর প্রিমিয়ার লিগে কোনো ফুটবলার মৌসুমে কোনো ক্লাবের প্রথম তিন ম্যাচের দুটিতেই হ্যাটট্রিকের কীর্তি গড়লেন। ১৯৯৪ সালে এমন নজির গড়েছিলেন ব্র্যাডফোর্ড সিটির পল জুয়েল।
খেলা শেষের পর হালান্ডের প্রশংসায় পঞ্চমুখ ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা। উচ্ছ্বসিত কন্ঠে তিনি বলেছেন, ‘আমি মনে করি সে অবিশ্বাস্য খেলাটাই খেলেছে। শুধু গোল নয়, রক্ষণাত্মক ও আক্রমণাত্মকভাবে খেলার পাশাপাশি অতিরিক্ত পাস দেওয়ার ক্ষেত্রেও অবিশ্বাস্য ছিল।’
লন্ডন স্টেডিয়ামে শনিবার রাতে ম্যাচের দশম মিনিটে বাঁ-পায়ের শটে নিশানাভেদ করেন হালান্ড। নয় মিনিট পর রুবেল দিয়াস নিজেদের জালে বল জড়ালে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম।
গোলমেশিন হালান্ড ৩০ মিনিটের মাথায় গোলের দেখা পেলে আবারো লিড পায় সিটি। ৮৩ মিনিটে বাঁ-পায়ের দূরপাল্লার শটে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ২৪ বর্ষী ফুটবলার।
আরেক খেলায় ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর লেস্টার সিটি দেখেছে হারের মুখ। অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে পরাজিত হওয়ার ম্যাচে অবশ্য দলে ছিলেন না হামজা।
ম্যানসিটি তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিল টপার। সমান ৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যের বিচারে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে ব্রাইটন ও আর্সেনাল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :