AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নিজের নাম লিখলেন লিটন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৩৯ পিএম, ১ সেপ্টেম্বর, ২০২৪
রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নিজের নাম লিখলেন লিটন

লিটন শেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ২৭ মাস আগে। এরপর থেকে টেস্ট ফরম্যাটে নিয়মিত রান পেয়েছেন ঠিকই। কিন্তু তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পাননি লিটন। অবশেষে আজ সেই মাইলফলকে পৌঁছেছেন এই টাইগার ব্যাটার।গেল ৩ বছরের হিসেবে টেস্টে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি রান করেছেন লিটন। আজ পেলেন সেঞ্চুরিটাও।দলের ভয়াবহ বিপর্যয়ের মুখে নেমেছিলেন ব্যাট করতে। সেখান থেকে খেলে ফেললেন ১৩৮ রানের ঝকঝকে এক ইনিংস।

২৬ রানে ৫ উইকেট চলে যাওয়ার পরে ক্রিজে আসেন লিটন। এরপর খেলেছেন ম্যারাথন এক ইনিংস। আর সেই সুবাদে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে উঠল আরেক বাংলাদেশির নাম।

গতকাল ৫ উইকেট নিয়ে বোলারদের তালিকায় উঠেছিল মেহেদী হাসান মিরাজের নাম। আর রোববার সেঞ্চুরি করে ব্যাটারদের অনার্স বোর্ডে নাম তুলেছেন লিটন দাস।

লিটন নিজের নাম অনার্স বোর্ডে লিখছেন এমন এক ছবি পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজ। ক্যাপশনে খেলা, রাওয়ালপিন্ডি অনার্স বোর্ড লিটন দাসকে তার অসাধারণ সেঞ্চুরির জন্য স্বাগত জানাচ্ছে।

লিটন যখন ক্রিজে এলেন, দলের সামনে তখন নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ভয়। সেখান থেকে লিটন খেললেন দারুণ এক ইনিংস। প্রথমে মিরাজকে নিয়ে দলের ওপর থাকা চাপ দূর করেছেন। পার করেছেন ফলো-অন।

এরপর দলের স্কোরকে দিয়েছেন সম্মানজনক অবস্থান। লিটনকে যোগ্য সঙ্গ দিয়েছেন মেহেদী মিরাজ। ৭৮ রান করে ফিরে গেলেও দলকে দেখিয়েছেন পথ। লিটন মাঝে ক্র্যাম্পে পড়লেও ঠিকই উঠে দাঁড়িয়ে খেলেছেন। পেয়েছেন সেঞ্চুরিও।

এদিনের সেঞ্চুরিতে এক ভিন্ন রকমের রেকর্ডেও নাম উঠেছে লিটনের। ৫০ রানের আগে ৫ উইকেট হারানোর পর ব্যাট করতে নেমে তিনবার সেঞ্চুরি পেয়েছেন লিটন। এমন কীর্তি নেই আর কারোরই।

একুশে সংবাদ/ এস কে

Link copied!