AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ঐতিহাসিক জয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:৩০ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২৪
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ঐতিহাসিক জয়

এবার ব্যতিক্রমী এক বাংলাদেশকে দেখছে ক্রিকেট বিশ্ব। রাওয়ালপিন্ডিতে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হারানোর পর এবার হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। আর এর সাথে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করলো শান্তর দল। পাকিস্তানের জন্য অবশ্য বিষয়টি লজ্জাজনক। কেননা নিজেদের মাটিতে দ্বিতীয়বারের মতো টেস্টে সিরিজ হারের লজ্জায় পড়তে হলো শান মাসুদদের।

Flags of the two countries fly proudly in the stands, Pakistan vs Bangladesh, 2nd Test, Rawalpindi, 5th day, September 3, 2024

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। নিজেদের দুই ইনিংসে ২৭৪ ও ১৭২ রান করে পাকিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসের পুঁজি ছিল ২৬২ রান।

একই ভেন্যুতে প্রথম ম্যাচ ১০ উইকেটে জয় পেয়েছিলো টাইগাররা। ফলে সিরিজ জয়ের পাশাপাশি মেন ইন গ্রিনদের হোয়াইটওয়াশের লজ্জাও উপহার দিয়েছে লাল-সবুজরা। বিদেশের মাটিতে সর্বসাকুল্যে মাত্র তৃতীয় টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। তবে শক্তির বিচারে এটাই সবচেয়ে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে বিদেশের মাটিতে টাইগারদের সিরিজ জয়ের অর্জন।

Mominul Haque plays the ball away to the off side, Pakistan vs Bangladesh, 2nd Test, Rawalpindi, 5th day, September 3, 2024

চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৪২ রান করেছিল বাংলাদেশ। পঞ্চম দিন সকালে দুই ওপেনারকে ফিরিয়ে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। জাকির হাসান ৪০ ও সাদমান ইসলাম ২৪ রানে ফেরেন। তবে তৃতীয় উইকেটে ৫৭ রান যোগ করে ম্যাচ বাংলাদেশের হাতের নাগালেই রাখেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

লাঞ্চের পর অল্প সময়ের ব্যবধানে শান্ত ও মুমিনুল দুজনেই আউট হলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফিরে আসে। তবে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান মিলে স্বাগতিকদের আর কোনো সুযোগ দেননি। অবিচ্ছিন্ন ৩২ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন দুই অভিজ্ঞ ব্যাটার। মুশফিক ২২ ও সাকিব ২১ রানে অপরাজিত থাকেন।

Shan Masood reacts to dropping Hasan Mahmud in the covers, Pakistan vs Bangladesh, 2nd Test, Rawalpindi, 3rd day, September 1, 2024

পাকিস্তানের বিপক্ষে এ নিয়ে দ্বিতীয়বারের মতো টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। প্রথমটি এসেছিল চলতি সিরিজেই। এর আগে প্রতিবারই হার অথবা ড্র নিয়ে মাঠ ছেরেছিল টাইগাররা। বাংলাদেশের পরবর্তী সিরিজ ভারতের বিপক্ষে। চলতি মাসেই ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে যাবে নাজমুল হোসেন শান্তর দল।

এর আগে, ২০০৯ সালের প্রথমবার দেশের বাইরে টানা দুই টেস্ট জয় করে বাংলাদেশ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তাদেরই মাঠে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ জেতে বাংলাদেশ। আর এবার পাকিস্তানের বিপক্ষে বিদেশের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট জয় করলো বাংলাদেশ।

Litton Das scored his fourth Test hundred, Pakistan vs Bangladesh, 2nd Test, Rawalpindi, 3rd day, September 1, 2024

অন্যদিকে ২০২২ সালে ইংল্যান্ডের বাজবলের সামনে নিজেদের মাটিতে ৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানেই হারার পর এবার বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হলো পাকিস্তান।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!