AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোনালদোর ইতিহাস গড়ার দিন পর্তুগালের দারুণ জয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:০৬ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২৪
রোনালদোর ইতিহাস গড়ার দিন পর্তুগালের দারুণ জয়

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিষ্প্রভ থাকলেও উয়েফা নেশন্স লিগে উজ্জ্বল ক্রিস্টিয়ানো রোনালদো। পেশাদার ক্যারিয়ারের ৯০০তম গোল করে ইতিহাস গড়েছেন ৩৯ বছর বয়সী তারকা। তার অর্জনের দিনে ক্রোয়েশিয়াকে হারিয়ে শুভ সূচনা করেছে পর্তুগাল। লিসবনে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। দলের হয়ে একটি করে গোল করেছেন রোনালদো ও দিয়োগো ডালোট। পর্তুগাল যে গোলটি হজম করেছে সেটাও ডালোটের আত্মঘাতী।

সাম্প্রতিক সময়ে ইউরোপের পরাশক্তি হয়ে উঠেছে ক্রোয়েশিয়া। তবে এদিন শুরুতেই গোল হজমের ভার নিতে পারেননি লুকা মদরিচরা। ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই পর্তুগিজদের এগিয়ে দেন ডালোট।প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে ব্রুনো ফার্নান্দেসের থ্রু বল বক্সে নিয়ন্ত্রণে নেন ডালোট। এরপর ডিফেন্ডার বোর্না সোসাকে বাধা দেয়ার কোনো সুযোগ না দিয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শটে জালে বল পাঠান এ ফুল-ব্যাক।

সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে মদরিচ-কোভাচিচরা। তবে তাদের সফল হতে দেননি পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কস্তা। ৩০তম মিনিটে আন্দ্রেই ক্রামারিচের বুলেট গতির শটটি দারুণ নৈপুণ্যে রুখে দেন তিনি। এর চার মিনিট পর উল্টো দ্বিতীয় গোলটিও হজম করে নেয় ক্রোয়াটরা। দূর থেকে ছয় গজ বক্সে ক্রস বাড়ান নুনো মেন্দেস। বলের ওপর তীক্ষ্ণ নজর রেখে, প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে এগিয়ে ভলিতে ঠিকানা খুঁজে নেন রোনালদো।

আর এতেই অনন্য মাইলফলকে নাম লেখান সিআর সেভেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারের ৯০০তম গোলটি করেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার দেশের জার্সিতে যেটি ছিল ১৩১তম গোল।২-০ গোলে এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষের একটি আক্রমণ রুখতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন ডালোট। বিরতির পর দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে কেউই আর সফলতার মুখ দেখেনি।

একটি সুযোগ হাতছাড়া করেন রোনালদো। তাকে নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে তুলে নেন কোচ। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে শেষ হয় ম্যাচ। এই গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে পোল্যান্ড।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!