আয়ারল্যান্ডের অলরাউন্ডার সিমি সিং গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ৩৭ বর্ষী এই ক্রিকেটারের লিভারের সমস্যায় ভুগছেন। বর্তমানে তাকে ভারতের গুরুগ্রাম হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।২০২২ সালে টি-২০ বিশ্বকাপে তিনি আইরিশদের হয়ে খেলেছিলেন। এক বছর আগে সর্বশেষ প্রতিযোগিতামূলক খেলায় ভারতীয় বংশোদ্ভূত এই খেলোয়াড়কে দেখা গিয়েছিল। মেদান্ত হাসপাতালে সিমি সিং লিভার প্রতিস্থাপনের অপেক্ষায় রয়েছেন। মিডল অর্ডার ব্যাটার ও স্পিনার সিমি সিং আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ ওয়ানডে ও ৫৩ টি-২০ ম্যাচে মাঠে নামেন।
ক্রিকেট আয়ারল্যান্ডের সিইও ওয়ারেন ডিউট্রমের স্বাক্ষরিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ধাক্কা খাওয়ার মতো খবর পেয়েছি। আমাদের বন্ধু সিমি সিংয়ের জীবন বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছে। ক্রিকেট আয়ারল্যান্ড এবং বৃহত্তর আইরিশ ক্রিকেট সম্প্রদায়ের পক্ষ থেকে আমি সিমিকে আমাদের শুভকামনা এবং প্রার্থনা জানাতে চাই। কারণ তিনি এই নতুন লড়াইয়ে নেমেছেন।’
ভারতের মোহালিতে জন্ম নেয়া সিমি সিং পাঞ্জাব রাজ্য দলের অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৭ দলের হয়েও খেলেছিলেন। অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ না পেয়ে তিনি হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পড়ার জন্য আয়ারল্যান্ডে চলে যান। ২০০৬ সালে তিনি পেশাদার খেলোয়াড় হিসেবে ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাবে যোগ দেন।
সিমি সিংয়ের শ্বশুর পারভিন্দর সিং টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘প্রায় পাঁচ-ছয় মাস আগে, যখন সিমি আয়ারল্যান্ডের ডাবলিনে ছিল, তখন এক অদ্ভুত ধরনের জ্বরে আক্রান্ত হয়েছিল। বারবার তার জ্বর আসছিল। পরীক্ষা–নিরীক্ষা করালেও কোনো সমস্যা ধরা পড়েনি । সেখানকার চিকিৎকরা জানিয়ে দেন, জ্বরের অন্তর্নিহিত কারণ তারা খুঁজে পাচ্ছেন না। যার ফলে তার কোনো ওষুধ খেতে দেওয়ার জন্য পরামর্শ দেবে না।’
‘চিকিৎসা প্রক্রিয়া বিলম্বিত হচ্ছিল এবং সিমির স্বাস্থ্যের অবনতি ঘটছিল। তাই আমরা তাকে ভারতে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছি। সিমি জুনের শেষের দিকে মোহালিতে উড়ে এসেছিলেন এবং বিভিন্ন চিকিৎসকের কিছু পরামর্শের পর জুলাইয়ের শুরুতে চণ্ডীগড়ের পিজিআইতে চিকিৎসা নেয়া শুরু করেছিল। সেখানে টিবির (যক্ষ্মা) চিকিৎসার লাইন নেওয়া হয় এবং তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। পরে ফলাফল আসে যে তার টিবি নেই।’
শেষ পর্যন্ত চণ্ডীগড়ের পিজিআই চিকিৎসকেরা লিভার সমস্যার বিষয়টি নির্ণয়ে সক্ষম হন। লিভার প্রতিস্থাপন প্রসঙ্গে পারভিন্দর সিং বলেন, ‘চিকিৎসকেরা সিমিকে গুরুগ্রামের মেদান্তায় ভর্তি করানোর পরামর্শ দেন। তাঁরা বলেছেন, সিমির কোমায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর তেমন ঘটলে লিভার প্রতিস্থাপন সম্ভব হবে না।’
ওয়ানডেতে সিমি সিং এক সেঞ্চুরি ও এক ফিফটিসহ ৫৯৩ রান এবং বল হাতে ৩৯ উইকেট নেন। টি–২০ ফরম্যাটে ব্যাটিংয়ে ২৯৬ রান ও বোলিংয়ে ৪৪ উইকেট তার নামের পাশে রয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :