২০০২ বিশ্বকাপে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেবার রেকর্ড পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর থেকে শুধুই হতাশাই সঙ্গী হয়েছে সেলেসাওদের। এর পরের পাঁচ আসরে মাত্র একবারই কোয়ার্টার ফাইনাল পার হতে পেয়েছে ব্রাজিল। ঘরের মাঠে সেবার অবশ্য জার্মানির বিপক্ষে ৭ গোল খেয়ে যাত্রা থেমেছিল তাদের। এইসব হতাশা পেছনে ফেলে পরবর্তী বিশ্বকাপের জন্য বাছাই পর্বে লড়ছে ব্রাজিল।
জনপ্রিয় গণমাধ্যম ইএসপিএন ব্রাজিলকে দেয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন রদ্রিগো। রিয়াল মাদ্রিদের ২৩ বছর বয়সী এই উইঙ্গার শুক্রবার (৬ সেপ্টেম্বর) ২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে গোল করে জেতান ব্রাজিলকে। বাছাইপর্বে টানা তিন ম্যাচ হারের পর জয় পেয়েছে দরিভাল জুনিয়রের দল।
দীর্ঘ দিন ধরে চোটে ভুগছেন নেইমার। এখনও তার দলে ফেরা হয়নি। এমতাবস্থায় নেইমারকে নিয়ে রদ্রিগো বলেছেন, ‘তিনি আমাদের তারকা। আমাদের সেরা খেলোয়াড়। তার অভাব কতটা অনুভূত হয়, সেটা সবাই জানে। বিশ্বকাপ জিততে চাইলে তার সাহায্য লাগবেই, আমাদেরও তাকে সাহায্য করতে প্রস্তুত থাকতে হবে। নেইমারের সুস্থতা আমরা সবাই চাই, তিনি সেরে ওঠার শেষ ধাপে আছেন। আমরা তাকে যত দ্রুত সম্ভব (দলে) চাই।’
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার কাছে হারের পর ইকুয়েডরের বিপক্ষে জিতেছে ব্রাজিল। এই জয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে ব্রাজিল। ৭ ম্যাচে ব্রাজিলের ১০ পয়েন্ট। বুধবার (১১ সেপ্টেম্বর) আসুনসিওনে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে নিজেদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলটিকে প্লে-অফ পরীক্ষা দিতে হবে।
রদ্রিগো জানান, নেইমারের সঙ্গে তার নিয়মিতই যোগাযোগ হয় এবং ৩২ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারকে তিনি নিজের আদর্শ খেলোয়াড়ের চোখে দেখেন, ‘আমরা সব সময় একে অপরকে বার্তা দিই। তিনি দলের অনুশীলনে ফিরবেন। তিনি অসাধারণ এক সতীর্থ। এমন একজন মানুষ, যার বিষয়ে কারও মুখে বাজে কথা শুনলে খারাপ লাগে। তিনি সব সময়ই আমাকে বার্তা পাঠান, সাহায্য করেন। আমি তাকে ভালোবাসি। এর পাশাপাশি তিনি খেলোয়াড় ও মানুষ হিসেবেও আমার আদর্শ।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :