গত মাসে প্যারিস অলিম্পিকের ম্যারাথনে অংশ নিয়েছিলেন উগান্ডার নারী অ্যাথলেট রেবেকা চেপতেগুই। তিনি গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আগুনে পুড়ে মারা যান। রেবেকার প্রেমিক তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চার দিনের মাথায় মারা যান। তার মৃত্যুর পাঁচ দিন পর তার প্রেমিক ডিকসন এনডিমা আগুনে পুড়েই মারা গেছেন।
কেনিয়ার মই টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, রেবেকার শরীরে আগুন ধরাতে গিয়ে ডিকসনের শরীরেরও অনেক জায়গা পুড়ে যায়। তাকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে ডিকসনের মৃত্যু হয়। হত্যার অভিযোগে হাসপাতালটিতে পুলিশের নজরদারির মধ্যে ছিলেন ডিকসন।
উগান্ডায় জন্ম হলেও রেবেকা থাকতেন কেনিয়ায়। ঘটনাটি ঘটেছে সেখানেই। আগুন দেওয়ার পর রেবেকা সংকটাপন্ন অবস্থায় কেনিয়ার এলডোরেটরের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রেবেকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৩৩ বছর বয়সী এই অ্যাথলেটের শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল। রেবেকা প্যারিস অলিম্পিকে অংশ নিয়ে মেয়েদের ম্যারাথনে ৪৪তম স্থান অর্জন করেছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :