AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জোড়া গোল করে নিজের শততম ম্যাচ রাঙালেন কেইন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:০৩ পিএম, ১১ সেপ্টেম্বর, ২০২৪
জোড়া গোল করে নিজের শততম ম্যাচ রাঙালেন কেইন

গত এক দশক ধরে ইংল্যান্ডের কোনো ফুটবলারই জাতীয় দলের জার্সিতে ১০০ ম্যাচ খেলার মাইলফলকে পৌঁছাতে পারছিলেন না। সবশেষ ২০১৪ সালে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছিলেন ওয়েইন রুনি। অবশেষে সেই খরা মুছলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রুনির (১২০) পর প্রথম খেলোয়াড় হিসেবে ১০০তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন। উয়েফা নেশনস লিগে ফিনল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে জোড় গোলও করলেন কেইন। ম্যাচটি ইংল্যান্ড জিতেছে ২-০ ব্যবধানে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে ওয়েম্বলিতে ম্যাচটির আগে কেইনকে স্মারক সোনালি টুপি উপহার দেওয়া হয়। ক্যারিয়ারের বিশেষ ম্যাচটি কেইন খেলেন সোনালি বুট পায়ে। আর মাইলফলকের ম্যাচটা ইংল্যান্ড অধিনায়ক স্মরণীয় করে রাখলেন জোড়া গোল করে।

ম্যাচের ৫৭ ও ৭৬ মিনিটে গোল দুটি করেন ইংলিশ কাপ্তান। ম্যাচ শেষে সম্প্রচার সংস্থা আইটিভিকে কেইন বলেন, ‘আমার জন্য খুব বড় রাত ছিল এটি। ১০০ ম্যাচ খেলতে পেরে খুব গর্বিত। আমি গোল করতে চাই, চাই দলকে সাহায্য করতে।’

চলমান উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম দুটি ম্যাচই ২-০ গোলে জিতল কেইনের ইংল্যান্ড। অন্তর্বর্তী কোচ লি কার্সলির অধীনে খেলা প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছিল দলটি।


একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

 

Link copied!