দেশের ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টি-২০ ফরম্যাটে চালুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। লাল বলের ম্যাচের পাশাপাশি খেলাটির সংক্ষিপ্ত সংস্করণেও খেলোয়াড়রা অংশ নেয়ার সুযোগ পাবেন। বিসিবি কার্যালয়ে বুধবার এনসিএলের কোচ ও অধিনায়কদের সঙ্গে আয়োজিত হয় সভা। এরপর বিষয়টি নিয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরের ক্রিকেট বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাক।
সাবেক টাইগার স্পিনার বলেন, ‘এবারের নতুন এনসিএলে টি-২০ অন্তর্ভুক্ত করা হয়েছে। বিপিএল ছাড়া আমাদের আসলে টি-২০ টুর্নামেন্ট ছিল না। এটা চিন্তা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে, বিপিএলের আগে এনসিএলের দীর্ঘ সংস্করণের পরে এই টুর্নামেন্টটা হবে।’
এনসিএলে কেন টি-২০ ফরম্যাটে মাঠে গড়াবে, এ ব্যাপারেও বোর্ডের সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরের রাজ্জাক। তার ভাষ্য, ‘দেখেন এটা কিন্তু বিপিএলের অনুশীলন ম্যাচ না। এটা আলাদা একটা টুর্নামেন্ট। এটা আমাদের জাতীয় দলের কথা চিন্তা করে যাতে করে আয়োজিত হবে। যাতে আরো বেশি টি-২০ ফরম্যাটের খেলোয়াড় তৈরি হতে পারে, খেলাটার পদ্ধতি জানতে পারে।’
কোন ফরম্যাটে এনসিএলের টি-২০ আসরের আয়োজন হবে- এমন প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক জানান, সিঙ্গেল লিগ হবে। চারদিনের ম্যাচ যেভাবে হচ্ছে , ঠিক একই ফরম্যাটে হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :