পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর দেশে না ফিরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যান সাকিব আল হাসান। সারের হয়ে একটি ম্যাচ খেলতে গিয়েই বল হাতে দূতি ছড়িয়েছেন সাকিব। এই টুর্নামেন্টে সারের হয়ে বল হাতে আগুন ঝরাচ্ছেন সাকিব।কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে চার দিনের ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। প্রথম উইকেটে ৪ উইকেট শিকারী সাকিব দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।তার পাশাপাশি স্পর্শ করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক।
সাকিব সারের প্রথম ইনিংসে শিকার করেছিলেন ৪ উইকেট। বুধবার (১১ সেপ্টেম্বর) তৃতীয় দিনে ররি বার্নস টানা বল করিয়েছিলেন। সাকিবও দিয়েছেন প্রতিদান। দিন শেষে ঝুলিতে ছিল ৪ উইকেট। আর শেষ দিনে এসে সমারসেটের শেষ উইকেটও পেয়েছেন তিনিই, প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে সাকিবের শিকার ৬ উইকেট। ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে ফিরে দুই ইনিংস মিলিয়ে সাকিব শিকার করলেন ৯ উইকেট।
তৃতীয় দিনের শেষে সাকিব দ্বিতীয় ইনিংসের ২৫ ওভারে ৮৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। নিজের দ্বিতীয় বলেই আর্চি ভনকে বোল্ড করার পর পঞ্চম ওভারে টম অ্যাবেলকে ফেলেছেন এলবিডব্লুর ফাঁদে। এরপর ফিরিয়েছেন জেমস রিউ ও সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরিকেও।
শেষ দিনে এসে পেলেন টম ব্যান্টনের গুরুত্বপূর্ণ উইকেট। প্রথম ইনিংসে সমারসেটের হয়ে সেঞ্চুরি করেছিলেন ব্যান্টন। আজ তাকে বোল্ড করে ফেরালেন সাকিব আল হাসান। পূর্ণ করলেন ৫ উইকেট।
সাকিবের এমন বোলিংয়ের সুবাদেই কি না ম্যাচে সুবিধাজনক অবস্থায় আছে সারে। তৃতীয় দিনের শেষে সমারসেটের লিড ১৯০ রান। চতুর্থ দিনের শুরুতে যোগ করেছে আরও ৩০ রান। শেষদিনে বাকি আছে আড়াই সেশনের খেলা। সারের সামনে লক্ষ্য এখন ২২১ রান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :