ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথমটিতে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
শুক্রবার কলম্বোর পি সারা ওভালে টস হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীরা ৬ উইকেটে ১৬৪ রানের সংগ্রহ পায়। জবাবে লঙ্কান নারীরা মাত্র ৬০ রানেই গুটিয়ে যায়।
টাইগ্রেস ওপেনার দিলারা আক্তার ব্যক্তিগত ৯ রানে আউট হলে ভাঙে ২২ রানের উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন সাথী রানি ও সোবহানা মোস্তারি। ৪০ বলে ৫০ রান করা সাথী ও ৩৯ বলে ৩৯ রান করা সোবহানা রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেছেন। নিগার সুলতানা জ্যোতি ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। লঙ্কানদের হয়ে দুটি উইকেট নেন মাল্কি মাদারা।
রান তাড়ায় নিয়মিত বিরতিতে স্বাগতিকরা উইকেট হারায়। দুই ওপেনার কৌশিনী (১১) ও নেথমি পূর্ণা (১৮) শুধুমাত্র দুই অঙ্কের ঘর স্পর্শ করতে সক্ষম হন । মাত্র ১৬ দশমিক ৪ ওভারেই লঙ্কান নারীরা অলআউট হয়।
বাংলাদেশের বোলারদের মধ্যে অধিনায়ক রাবেয়া খান ২.৪ ওভারে মাত্র ৪ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট পান সুলতানা ও ফাহিমা খাতুন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :