AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেইনের হ্যাটট্রিকে বায়ার্নের জয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:২৪ পিএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
কেইনের হ্যাটট্রিকে বায়ার্নের জয়

ক্লাবের ১২৩ বছরের ইতিহাসে প্রথম বারের মতো বুন্দেসলিগায় উঠেছে হলস্টেন কিয়েল। নতুন উচ্চতার কঠিনত্ব হাড়ে হাড়ে টের পাচ্ছে ক্লাবটি। হফেইনহেম ও উলফসবার্গের বিপক্ষে হেরেছিল আগেই। টানা তৃতীয় ম্যাচে দলটি বিধ্বস্ত হলো বায়ার্ন মিউনিখের কাছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) নবাগত হলস্টেনকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা। জামাল মুসিয়ালার লিডসূচক গোলের পর হ্যাটট্রিক পূরণ করেন হ্যারি কেইন। সব কটি ম্যাচ হারায় লিগ টেবিলের তলানিতে হলস্টেন। বিপরীতে ৩ ম্যাচের সবগুলোতে জিতে শীর্ষে বায়ার্ন।

হলস্টেন স্টেডিয়ামে মাত্র ১৫ সেকেন্ডের মাথায় জালের দেখা পায় বায়ার্ন। এই গোলের মাধ্যমে জামাল মুসিয়ালা বুন্দেসলিগায় বায়ার্নের তৃতীয় দ্রুততম গোলদাতা হন। হ্যারি কেইন প্রথম গোল করেন এর ৬ মিনিট পর।

বিরতির আগেই পার্থক্য দাঁড়ায় ৪-০, হলস্টেনের নিকোলাই রেমবার্গের ভুলে তৃতীয় গোলটি আত্মঘাতী। ৪৩ মিনিটে আরেকটি গোল পান কেইন। ৬৫ মিনিটে আলফনসো ডেভিসের ডি বক্সের বাইরে থেকে নেয়া শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন হলস্টেনের গোলরক্ষক।

ডানপ্রান্তে ফিরতি বল পান মাইকেল অলিস। মুহূর্তের মধ্যেই বল জালে জড়ান তিনি। হলস্টেন একমাত্র গোলটি করে ম্যাচের ৮২ মিনিটে। যোগ করা সময়ে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন হ্যারি কেইন।

বায়ার্নের জার্সিতে এটা তার পঞ্চম হ্যাটট্রিক। এই ক্লাবের হয়ে অর্ধশত গোলের মাইলফলক ছুঁতে তার দরকার আর এক গোল। টটেনহ্যাম থেকে গত বছর দলবদল করার পর জার্মানিতে ইংলিশ অধিনায়ক ৪৯ ম্যাচে করেছেন ৪৯ গোল, অ্যাসিস্ট ১৫টি।


একুশে সংবাদ/ এস কে

 

 

 

 

 

 

 

Link copied!