দুবাইতে ছুটি কাটাতে গিয়ে নিজের ফ্ল্যাটের দ্বিতীয় তলার বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হন সৌদি আরবের ফুটবলার ফাহাদ আল-মুওয়ালাদ। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।
স্থানীয় পুলিশ জেনারেল কমান্ড থেকে শনিবার জানানো হয়, এ বিষয়ে তদন্ত চলছে। মেডিকেল টিমের যথাসাধ্য তাকে প্রয়োজনীয় সেবা প্রদান অব্যাহত রেখেছে। বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
৩০ বর্ষী এই উইঙ্গার সৌদি প্রো লিগের ক্লাব আল শাবাবের হয়ে খেলেন। তিনি সৌদি আরবের হয়ে ৭৮টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে আল-মুওয়ালাদ খেলেছিলেন। ঐ বছর স্প্যানিশ ক্লাবের সঙ্গে ধারে থাকাকালীন লেভান্তের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন।
সৌদির জার্সিতে আল-মুওয়ালাদের গোল সংখ্যা ১৭টি। দেশটির বয়সভিত্তিক দলেও খেলেছেন। ২০১১ সালে আল-ইত্তিহাদে তিনি পেশাদার ক্লাব ক্যারিয়ার শুরু করেন। আল শাবাবে ২০২২ সালে যোগ দেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :