AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রজার ফেডেরারের সঙ্গে জ্য়ানিক সিনারের তুলনা করলেন রডিক


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৪০ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
রজার ফেডেরারের সঙ্গে জ্য়ানিক সিনারের তুলনা করলেন রডিক

সদ্য ইউএস ওপেন ২০২৪ চ্যাম্পিয়ন হয়েছেন ইতালিয়ান টেনিস তারকা জ্যানিক সিনার। ক্যালিফোর্নিয়ার টেলর ফ্রিটজকে পরাজিত করে এই শিরোপা অর্জন করেন তিনি। প্রথম সেট ৬-৩, দ্বিতীয় সেট ৬-৪ এবং তৃতীয় সেট ৭-৫ ব্যবধানে জিতে নেন সিনার। বিশ্বের ১ নং টেনিস তারকার সামনে দাঁড়াতেই পারেননি ফ্রিটজ। ইউএস ওপেনের ফাইনালে উপস্থিত ছিলেন অনেক নামজাদা ব্যক্তি।  তাদের মধ্যে একজন ছিলেন প্রাক্তন আমেরিকান টেনিস খেলোয়াড় অ্যান্ডি রডিক। জ্যানিক সিনারের সঙ্গে সাক্ষাৎ করে মুগ্ধ হয়েছেন রডিক। এমনকি সরাসরি সিনারকে রজার ফেডেরারের সঙ্গে তুলনা করেছেন তিনি।  

সার্ভড উইথ অ্যান্ডি রডিক পডকাস্টে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, ‘আমি তাকে হ্যালো বলেছিলাম যখন তিনি তাঁর লকার রুমের দিকে হেঁটে যাচ্ছিলেন  এবং আমার লকারটি ডানদিকে ছিল। আমার তাঁর সঙ্গে একদম ঠিক লকার রুমে যাওয়ার মাঝের অংশে দেখা হয়েছিল’। রডিক আরও বলেন, ‘আমার সঙ্গে আগে কখনও জ্যানিক সিনার দেখা হয়নি। আমি অনেক খেলোয়াড়কে চিনি না কারণ আমি টুর্নামেন্টে নেই এখন। আমি তাঁকে হ্যালো বলেছিলাম শুধু  এবং তারপর সরে এসেছিলাম। কারণ আমার সবচেয়ে বড় ভয় হল কেউ যখন ম্যাচ বা অন্য কিছুর জন্য প্রস্তুত হচ্ছে তখন যেন আমি তাঁর পথে বাধা না হয়ে দাঁড়াই’।

রজার ফেদেরারের সঙ্গে জ্যানিক-কে তুলনা করে রডিক বলেন, ‘রজারের পর আমি প্রথম কাউকে স্ল্যাম ফাইনালের আগে এতটা ঠান্ডা মেজাজে দেখলাম। মনে হচ্ছে তিনি নিজের উপর সম্পূর্ণ আত্মবিশ্বাসী। এমনকি তাঁর জয় উদযাপনও খুব শান্ত ভঙ্গিমায়, দেখে মনে হবে তিনি আবার ১ ঘন্টা পর ইউএস ওপেন খেলার জন্য তৈরী হয়ে যাবেন। এটা তাঁর প্রতিপক্ষের জন্য চিন্তার বিষয়’। 

ইউএস ওপেনের শিরোপা সিনারকে তাঁর সমালোচকদের চুপ করে দিয়েছিল। টুর্নামেন্টের শুরুতে ডোপিং বিতর্কের কারণে তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি মার্চ মাসে দু’বার ডোপিং পরীক্ষায় পজিটিভ এসেছিলেন, কিন্তু নিষেধাজ্ঞা এড়িয়ে অংশ নিয়েছিলেন খেলায়। এক ইন্ডিপেন্ডেন্ট ট্রাইব্যুনাল তাঁর আত্মপক্ষ সমর্থনের কারণ গ্রহণ করেন। সিনার জানিয়েছিলেন, অনিচ্ছাকৃত ভাবে ডোপিং করেছিলেন তিনি। সেই বিষয়ে তাঁর জ্ঞান ছিল না।

একুশে সংবাদ/ এস কে

Link copied!