ভিয়েতনামে আগামী ২১-২৯ সেপ্টেম্বর এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের ‘এ’ গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।বুধবার দুপুরে বাফুফে ভবনে দল ঘোষণার পর কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মো. আশরাফুল হক আসিফ, কোচ মারুফুল হক ও ম্যানেজার শহিদ হোসেন স্বপন।
লাল-সবুজের দল গ্রুপসঙ্গী হিসেবে স্বাগতিক ভিয়েতনাম, সিরিয়া, ভুটান ও গুয়ামকে পাচ্ছে। বাছাইয়ের সব ম্যাচের ভেন্যু হাই ফংয়ে অবস্থিত ল্যাচ ট্রে স্টেডিয়াম।
২১ সেপ্টেম্বর মারুফুল হকের শিষ্যদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সিরিয়া, খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এরপর ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় বাংলাদেশে মুখোমুখি হবে গুয়াম। এরপর ভিয়েতনামের সঙ্গে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ও ২৯ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে বিকেল ৩টায় মাঠে নামবে টাইগার যুবারা।
মোট ১০ গ্রুপে ভাগ হয়ে মাঠে গড়াবে এবারের বাছাইপর্ব। প্রতি গ্রুপের সেরা দল সরাসরি এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে খেলবে। গ্রুপ রানার্সআপ হওয়া ১০টি দলের ভেতর পয়েন্টে এগিয়ে থাকা সেরা পাঁচ দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে।
আগামী বছরের ৬-২৩ ফেব্রুয়ারি হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে স্বাগতিক হিসেবে নিজেদের টিকিট কেটে রেখেছে চীন। এই আসরের চার সেমিফাইনালিস্ট ২০২৫ সালের ২১ মে থেকে ২২ জুন চিলিতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল বাছাইপর্বে অংশ নেয়ার জন্য আজ রাত ১১টা ১৫ মিনিটে ভিয়েতনামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। বাছাইপর্বে অংশগ্রহণ শেষে ৩০ সেপ্টেম্বর রাতে দলের সবাই দেশে ফিরবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :