AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মারা গেলেন বিশ্বকাপে গোল্ডেন বুট ও বল জেতা তারকা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩৪ পিএম, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
মারা গেলেন বিশ্বকাপে গোল্ডেন বুট ও বল জেতা তারকা

ইতালির সাবেক স্ট্রাইকার এবং ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা সালভাতর ‘তোতো’ শিলাচি মারা গেছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) ৫৯ বছর বয়সী এই কিংদন্তির মৃত্যুর খরব নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব জুভেন্টাস। সামাজিক যোগাযোগমাধ্যমে জুভেন্টাস লিখেছে, ‘বিদায় তোতো।’

১৯৯০ বিশ্বকাপের আয়োজক ছিল ইতালি। ঘরের মাঠে অনুষ্ঠিত ওই আসরে ইতালির হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬ গোল করেন সাবেক এই স্ট্রাইকার। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য  অপ্রত্যাশিতভাবে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতেন শিলাচি। ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, পালের্মোয় ‘সিভিকো’ হাসপাতালে মলাশয়ের ক্যানসারে ভুগে মারা গেছেন তিনি।

এই বিষয়ে ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জানিয়েছে, এখন থেকে আগামী সপ্তাহান্তের মধ্যে সব ম্যাচ শুরুর আগে শিলাচিকে শ্রদ্ধা জানাতে ‘এক মিনিট নীরবতা’ পালন করা হবে।

এফআইজিসি প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা তার বিবৃতিতে বলেছেন, ‘তাঁর গোল উদ্‌যাপন, যা সামষ্টিক আনন্দের মুখ হয়ে উঠেছিল, ইতালিয়ান ফুটবল ঐতিহ্যের চিরকালীন অংশ হয়ে থাকবে।’

শিলাচির মৃত্যুতে জুভেন্টাসের বিবৃতিতে বলা হয়, ‘জুভেন্টাসে আমরা তাঁর খেলায় আন্দোলিত হয়ে সৌভাগ্যবান ছিলাম, ১৯৯০ সালের সেই অবিশ্বাস্য গ্রীষ্মে তিনি গোটা ইতালির সঙ্গেও একই কাজ করেছিলেন। বিদায় তোতো, ধন্যবাদ।’

মজার ব্যাপার হচ্ছে, ১৯৯০ বিশ্বকাপেই ৬ গোল করা শিলাচির জাতীয় দলের হয়ে পুরো ক্যারিয়ারেই গোল ১৬ ম্যাচে ৭টি। অন্য গোলটি করেছিলেন ১৯৯১ সালে ইউরোর বাছাইপর্বে নরওয়ের বিপক্ষে।

একুশে সংবাদ/ এস কে

 


 

 

 

 

 

Link copied!