AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:১৩ পিএম, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরে আফগানিস্তান। উইয়েন মুল্ডারের ফিফটিতে কোনো রকমে তিন অঙ্ক ছুঁয়ে অলআউট হয় প্রোটিয়ারা। সহজ লক্ষ্য তাড়ায় ৬ উইকেটের বড় জয় পেয়েছে আফগানিস্তান। ক্রিকেটের যেকোনো সংস্করণে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্বাদ পেল আফগানরা। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার সেই তালিকায় যুক্ত হলো দক্ষিণ আফ্রিকাও। গত ১১ মাসে বড় বড় এই দলগুলোকে হারিয়েছে আফগানরা। 

বিশ্বকাপের বাইরে প্রথম দেখাতেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে নাকানি চুবানি খাওয়ালো আফগানিস্তান। যে কোনো ফরম্যাটে তারা প্রথমবারের মতো হারালো দক্ষিণ আফ্রিকাকে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়াদের মাত্র ১০৬ রানে গুটিয়ে দিয়ে আফগানিস্তান। এরপর সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট আর ১৪৪ বল হাতে রেখে জিতেছে আফগানিস্তান। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে বলের হিসেবে এটা তাদের তৃতীয় বড় জয়।

আফাগিস্তানের বোলাররাই আসল কাজটা করে দিয়েছিলেন। তবে ১০৭ রানের লক্ষ্যে নেমেও চ্যালেঞ্জের মুখে পড়েছিল আফগানরা। প্রোটিয়া বোলাররা ৩৮ রানে তুলে নিয়েছিলেন আফগানিস্তানের ৩ উইকেট।

তবে আজমতউল্লাহ ওমরজাই আর গুলবাদিন নাইব দেখেশুনে খেলে জয় নিশ্চিত করেন। ওমরজাই ৩৬ বলে ২৫ আর নাইব ২৭ বলে অপরাজিত থাকেন ৩৪ রানে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভয়াবহ বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। আফগানদের বোলিং তোপে ৩৬ রান তুলতেই প্রোটিয়ারা হারায় ৭ উইকেট। তখন মনে হচ্ছিল, পঞ্চাশের ঘর পেরোনোই কঠিন হবে। যদিও সেখান থেকে উইয়ান মুল্ডারের হাফসেঞ্চুরিতে কিছুটা মান বেঁচেছে।

শেষ পর্যন্ত ৩৩.৩ ওভার খেলে টেনেটুনে ১০৬ রান তুলে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এটিই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন সংগ্রহ।

 

একুশে সংবাদ/ এস কে

 


 

 

 

 

 

Link copied!